Advertisement
E-Paper

ছয় মারতে ভয়, দ্বিশতরান করে কোহলিকেই ব্যাট দিয়ে আঘাত! গোপন কথা ফাঁস ঈশানের

বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ দ্বিশতরান করেছেন ঈশান কিশন। কিন্তু সেই ম্যাচে নাকি ছক্কা মারতে ভয় পাচ্ছিলেন তিনি। কিন্তু কেন? ম্যাচ শেষে জানিয়েছেন সেই গোপন কথা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ ১৭:২৪
বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে দ্বিশতরান করেছেন ঈশান। কোহলির সঙ্গে উল্লাসে মেতেছেন তিনি।

বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে দ্বিশতরান করেছেন ঈশান। কোহলির সঙ্গে উল্লাসে মেতেছেন তিনি। ছবি: টুইটার

বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে ২১০ রান করেছেন ঈশান কিশন। ২৪টি চার ও ১০টি ছক্কা মেরেছেন ভারতের এই বাঁ হাতি ওপেনার। অথচ সেই ঈশান নাকি ছক্কা মারতেই ভয় পাচ্ছিলেন। এমনকি দ্বিশতরানের পরে বিরাট কোহলিকে আর একটু হলেই ব্যাট দিয়ে আঘাত করে ফেলছিলেন তিনি। সেই সব কথা জানিয়েছেন ঈশান নিজেই।

চোটে‌র কারণে ভারত অধিনায়ক রোহিত শর্মা ছিটকে যাওয়ায় সুযোগ পেয়েছিলেন ঈশান। সেই সুযোগ হাতছাড়া করতে চাইছিলেন না তিনি। ১৯৭ রান করার পরে ছক্কা মারতে লোভ হচ্ছিল তাঁর। কিন্তু ভয়ও পাচ্ছিলেন তিনি। আউট হওয়ার ভয়। ঈশান বলেছেন, ‘‘১৯৭ রান করার পরে আমার মনে হচ্ছিল মুস্তাফিজুর মন্থর বল করবে। সামনে এগিয়ে ছক্কা মারার সুযোগ ছিল আমার। কিন্তু সিরিজ়ে একটা ম্যাচেই সুযোগ পেয়েছিলাম। সেটা আমি হাতছাড়া করতে চাইনি। তাই ছক্কা মারতে ভয় লাগছিল।’’

সেই পরিস্থিতিতে অপর প্রান্তে থাকা কোহলির সাহায্য চেয়েছিলেন ঈশান। তিনি যাতে কোনও ভাবেই ছক্কা মারার চেষ্টা না করেন সেটা কোহলিকে মনে করিয়ে দিতে বলেছিলেন। ঈশান বলেছেন, ‘‘আমি বিরাট ভাইয়ের কাছে গিয়ে বলি, আমাকে বার বার সিঙ্গল নেওয়ার কথা মনে করিয়ে দিতে। না হলে আমি বল উড়িয়ে দিতাম। বিরাট ভাই বার বার আমাকে সে কথা মনে করিয়ে দিচ্ছিল।’’

দ্বিশতরান করার পরে নিজেকে আর আটকে রাখতে পারেননি ঈশান। ব্যাট ঘুরিয়ে উল্লাসে মাতেন। সেটা করতে গিয়ে আর একটু হলেই কোহলিকে ব্যাট দিয়ে আঘাত করে ফেলেছিলেন তিনি। ঈশান বলেছেন, ‘‘২০০ করার পরে আমি দেখিনি আশপাশে কে আছে। ব্যাট ঘুরিয়ে উল্লাস করছিলাম। কখন পিছনে বিরাট ভাই এসেছে খেয়াল করিনি। বিরাট ভাই এসে বলল, তুই আর একটু হলেই আমাকে ব্যাট দিয়ে মারতিস।’’

ঈশানের পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেছেন কোহলিও। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৭২তম শতরান করেছেন কোহলি। টপকে গিয়েছেন রিকি পন্টিংকে। সামনে শুধুই সচিন তেন্ডুলকর।

India Vs Bangladesh Ishan Kishan Virat Kohli
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy