দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে কি বাদ পড়তে চলেছেন অজিঙ্ক রহাণে? সহ-অধিনায়ক কেএল রাহুলের কথায় তেমনই ইঙ্গিত পাওয়া গেল। প্রথম টেস্ট শুরুর দু’দিন আগে সাংবাদিক বৈঠকে রাহুল জানালেন, সেঞ্চুরিয়নে পাঁচ বোলারেই হয়তো নামতে চলেছে ভারত। সে ক্ষেত্রে পাঁচ নম্বরে কাকে নামানো হবে, তা নিয়ে খুব কঠিন সিদ্ধান্ত নিতে হবে দলকে। কোপ পড়তে পারে রহাণের উপরেই।
শুক্রবার রাহুল বলেছেন, “বেশিরভাগ দলই পাঁচ বোলারে খেলা শুরু করেছে। প্রত্যেকেই ২০টি উইকেট পেতে চায়। তা হলেই একমাত্র টেস্ট জেতা সম্ভব। আমরাও সেই চেষ্টা করেছি এবং এখনও পর্যন্ত ভারতের বাইরে খেলা সব টেস্টে এই কৌশল আমাদের সাহায্য করেছে। তা ছাড়া পাঁচ বোলার থাকলে কারওর উপর বেশি চাপও পড়ে না।”