অনেকেই বলছেন, ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হয়েছেন ঋষভ পন্থ। তিনি রান করলে দক্ষিণ আফ্রিকার উপর আরও বেশি রানের বোঝা চাপাতে পারত ভারত। আউট হওয়ার পর থেকেই পন্থের উদ্দেশে একের পর এক সমালোচনা ভেসে এসেছে। সেই তালিকায় রয়েছেন সুনীল গাওস্করও।
তবু সাংবাদিক বৈঠকে এসে দিল্লির উইকেটকিপারের পাশেই দাঁড়ালেন চেতেশ্বর পুজারা। বললেন, “ব্যাটিং নিয়ে সব সময় কোচেদের সঙ্গে আমাদের আলোচনা হয়। নিজের খেলাটা ভাল করে বোঝা খুবই দরকার। ঋষভ কিন্তু দলের হয়ে আগেও ভাল খেলেছে। আমরাও জানি ও কেমন খেলে। তরুণ ক্রিকেটার। আশা করি এই ভুল থেকে ও শিখবে এবং বুঝতে পারবে কোন শটটা খেলা উচিত এবং কোনটা নয়। ভবিষ্যতে ও আরও উন্নত ক্রিকেটার হয়ে উঠবে বলেই আমার বিশ্বাস।”