টেস্ট সিরিজ়ের পরে ওয়ান ডে সিরিজ় হওয়ার একটা সুবিধে আছে। চট করে টেস্ট সিরিজ়ের ফলটা ভুলে যাওয়া যায়।
গত বারও ঠিক এমনটাই ঘটেছিল। টেস্ট সিরিজ়ে হারার পরে দক্ষিণ আফ্রিকাকে ওয়ান ডে সিরিজ়ে হারিয়েছিল ভারত। ওই সময় ওয়ান ডে সিরিজ়টা এমন ভাবে খেলেছিল ভারত, যেন প্রত্যাশার চাপটা পুরো কাটিয়ে উঠেছে। আর তার পরে দাপট দেখিয়েই সাদা বলের সিরিজ় জিতে নেয়।
এ বারও টেস্ট সিরিজ় ঘিরে আশার পারদটা অনেকটাই চড়েছিল। দক্ষিণ আফ্রিকার দলের শক্তি বিচার করে আগের বারের থেকে প্রত্যাশাটা অনেক বেশি ছিল এ বার। তাই সব কিছু দেখে বলব, গত বারের মতো এ বারও যদি ভারত ওয়ান ডে সিরিজ়টা জেতে, তা হলে অবাক হওয়ার কিছু থাকবে না।