সিরিজ়ের প্রথম ওয়ান ডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারার পরে ভারতীয় দল পরিচালন সমিতিকে এখন নিশ্চয়ই ভাবতে হচ্ছে প্রথম এগারো সাজানো নিয়ে। আজ, শুক্রবার দ্বিতীয় ম্যাচে ভারতকে হারালেই ওয়ান ডে সিরিজ় জিতে নেবে দক্ষিণ আফ্রিকা।
যে কোনও দলই হারার পরে প্রথম এগারোয় খুব একটা রদ বদল করতে চায় না। কারণ সেটাকে ভয় পাওয়ারই নিদর্শন হিসেবে ধরা হয়। ভারতীয় দলের যা গভীরতা, তাতে এখনই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। যে কয়েকটা জায়গা নিয়ে সমস্যা থাকছে, সেগুলো নিয়ে ভাবলেই চলবে।
প্রথম ম্যাচটা দেখার পরে দু’টো ব্যাপার নজরে এল। এক, নতুন বলে ভারতের ভেদশক্তির অভাব। দুই, মাঝের সারির ব্যাটারদের মধ্যে একটু সাহসী ব্যাটিংয়ের অভাব। ভুবনেশ্বর কুমার এবং শার্দূল ঠাকুর দু’জনেই রান দিয়েছে। যদিও শার্দূল পরে ব্যাট হাতে হাফসেঞ্চুরি করে গিয়েছে। তখন অবশ্য দক্ষিণ আফ্রিকা চাপ কিছুটা আলগা করেছিল।