Advertisement
০১ মার্চ ২০২৪
India vs South Africa 2022

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট করার সময় ঈশানের সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছিলেন শ্রেয়স! কেন?

রাঁচীতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট করার সময় ঈশান কিশনের সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছিলেন শ্রেয়স আয়ার। কেন ভয় পাচ্ছিলেন তিনি? নিজেই পরে জানিয়েছেন সে কথা।

শ্রেয়স-ঈশান জুটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ভারত।

শ্রেয়স-ঈশান জুটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ভারত। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২২ ১৬:১৮
Share: Save:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে তাঁদের ১৬১ রানের জুটিতে জিতেছে ভারত। অথচ ব্যাট করার সময় নাকি ঈশান কিশনের সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছিলেন শ্রেয়স আয়ার। কী কারণে ভয় পাচ্ছিলেন শ্রেয়স, ম্যাচ শেষে নিজেই সেটা জানিয়েছেন তিনি।

ম্যাচ শেষে ঈশানের সঙ্গে শ্রেয়সের কথোপকথনের একটি ভিডিয়ো প্রকাশ করেছে বিসিসিআই। সেখানে ঈশানের উদ্দেশে শ্রেয়স বলেন, ‘‘আমি শুধু তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম। কিন্তু তুমি তোমার নিজের মধ্যে ছিলে। বিধ্বংসী ব্যাটিং করছিলে। তাই তোমাকে ঘাঁটাতে ভয় লাগছিল। শেষ পর্যন্ত তুমি শতরান না করতে পারায় আমার খুব খারাপ লাগছে।’’

খুব বেশি আলোচনা করতে না পারলেও শেষ পর্যন্ত ম্যাচ জিততে পেরে খুশি শ্রেয়স। তিনি বলেছেন, ‘‘শেষ পর্যন্ত জিতেছি, এতেই আমার আনন্দ। আর দু’জনে মিলে ম্যাচ জিতিয়েছি। দু’জনেই রান করতে পেরেছি। আশা করছি পরের ম্যাচে তুমি শতরান করবে।’’

নিজের শেষ ছ’টি এক দিনের ম্যাচে একটি শতরান ও চারটি অর্ধশতরান করেছেন শ্রেয়স। রাঁচীতে শতরানের পরে লাফিয়ে উঠে উল্লাস করতে দেখা যায় শ্রেয়সকে। কিন্তু আগে থেকে কোনও পরিকল্পনা তিনি করেননি বলেই জানিয়েছেন শ্রেয়স। তিনি বলেন, ‘‘আমি আগে থেকে কিছু ভাবিনি। ম্যাচের ওই পরিস্থিতি, দর্শকদের চিৎকার, সব কিছু মিলিয়ে স্বাভাবিক ভাবেই ওই উল্লাস বেরিয়ে এসেছে। ব্যাট করতে নেমে শুধু নিজের স্বাভাবিক খেলার চেষ্টা করেছিলাম। সেটাই কাজে লেগেছে।’’

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে স্ট্যান্ডবাই হিসাবে নেওয়া হয়েছে শ্রেয়সকে। মঙ্গলবার দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ খেলে অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE