Advertisement
৩০ এপ্রিল ২০২৪
T20 World Cup 2022

বিশ্বকাপে রোহিতদের চিন্তা প্রবল ঠান্ডা! ভারতের কোন ম্যাচে কত তাপমাত্রা থাকবে? বৃষ্টি কি হবে?

বিশ্বকাপ খেলতে গিয়ে রোহিতদের সব থেকে বড় চিন্তা সে দেশের ঠান্ডা। অস্ট্রেলিয়ার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের। বিশ্বকাপে কেমন তাপমাত্রা থাকবে সেখানে?

বিশ্বকাপের আগে ঠান্ডা নিয়ে চিন্তায় রোহিতরা।

বিশ্বকাপের আগে ঠান্ডা নিয়ে চিন্তায় রোহিতরা। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২২ ১৩:৩১
Share: Save:

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় পা দেওয়ার পরে ভারতীয় দলের সব থেকে বড় চিন্তা সে দেশের প্রবল ঠান্ডা। ভারতের থেকে সেখানকার তাপমাত্রা অনেকটাই কম। ফলে সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়ছেন রোহিত শর্মারা। গায়ে জ্যাকেট জড়িয়ে, হাতে চায়ের কাপ নিয়ে ঘুরছেন যুজবেন্দ্র চহাল, অক্ষর পটেলরা।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপের মূল পর্বের খেলা শুরুর আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। প্রস্তুতি ম্যাচ ও মূল পর্বের ম্যাচে তাপমাত্রা কেমন থাকবে, দেখে নেওয়া যাক।

প্রথম প্রস্তুতি ম্যাচ, বনাম অস্ট্রেলিয়া, ১৭ অক্টোবর, ব্রিসবেন: সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে বইবে প্রবল হাওয়া। সন্ধ্যার দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ, বনাম নিউজ়িল্যান্ড, ১৯ অক্টোবর, ব্রিসবেন: সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির সম্ভাবনা ৯৪ শতাংশ।

প্রথম ম্যাচ, বনাম পাকিস্তান, ২৩ অক্টোবর, মেলবোর্ন: সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস। আকাশে মেঘ থাকবে। যদিও বৃষ্টির সম্ভাবনা খুব কম।

দ্বিতীয় ম্যাচ, বিপক্ষ এখনও নিশ্চিত হয়নি, ২৭ অক্টোবর, সিডনি: সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির পূর্বাভাস নেই।

তৃতীয় ম্যাচ, বনাম দক্ষিণ আফ্রিকা, ৩০ অক্টোবর, পার্‌থ: সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

চতুর্থ ম্যাচ, বনাম বাংলাদেশ, ২ নভেম্বর, অ্যাডিলেড: সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির পূর্বাভাস নেই।

পঞ্চম ম্যাচ, বিপক্ষ এখনও ঠিক হয়নি, ৬ নভেম্বর, মেলবোর্ন: সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির পূর্বাভাস নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE