Advertisement
৩০ এপ্রিল ২০২৪
India vs Sri Lanka 2023

ছাঁটাই হওয়া নির্বাচকদের উপরেই ভারতীয় ক্রিকেটারদের ছাঁটাইয়ের ভার! বাদ পড়তে পারেন রাহুল

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর প্রথম কোপটা পড়েছিল নির্বাচকদের উপর। চেতনদের ছেঁটে ফেলা হয়েছিল।

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বাদ দেওয়া হতে পারে লোকেশ রাহুলকে।

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বাদ দেওয়া হতে পারে লোকেশ রাহুলকে। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২ ২২:৪০
Share: Save:

এখনও নতুন নির্বাচক কমিটি বেছে নিতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই চেতন শর্মার নির্বাচক দলই বেছে নেবে পরের দু’টি সিরিজ়ের দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে সাদা বলের সিরিজ় খেলবে ভারত। সেই দু’টি সিরিজ়ের দল বাছবেন চেতনরা। বাদ দেওয়া হতে পারে লোকেশ রাহুলকে।

নতুন নির্বাচক দল বেছে নিতে এখনও এক সপ্তাহ লাগতে পারে বলে বোর্ড সূত্রে খবর। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ় শুরু ৩ জানুয়ারি থেকে। প্রথম টি-টোয়েন্টি সিরিজ়। তিন ম্যাচের সেই সিরিজ়ে বাদ দেওয়া হতে পারে রাহুলকে। রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতের টেস্ট দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। সেই রাহুলই বাদ পড়তে পারেন শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে। উল্লেখ্য, সাদা বলে ভারতের সহ-অধিনায়ক রাহুল। বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছে, “পুরনো নির্বাচকরাই শ্রীলঙ্কা সিরিজ়ের দল বেছে নিতে পারে। মনে হচ্ছে না সেই সিরিজ়ের আগে রোহিতের চোট সারবে। সে ক্ষেত্রে হার্দিক পাণ্ড্য দলকে নেতৃত্ব দেবেন। রাহুলকে এই সিরিজ়ে না-ও খেলানো হতে পারে।”

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর প্রথম কোপটা পড়েছিল নির্বাচকদের উপর। চেতনদের ছেঁটে ফেলা হয়েছিল। যদিও নতুন নির্বাচকদের বেছে নেওয়ার আগে পর্যন্ত চেতনদের রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড। নতুন নির্বাচকদের বেছে নেওয়ার প্রক্রিয়া চলছে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি রজার বিন্নীরা। বোর্ডের সেই কর্তা বলেন, “চেতন এবং ওর দল ঘরোয়া ক্রিকেটের ম্যাচ দেখছে। বিজয় হজারে দেখেছে তারা। রঞ্জির প্রথম দুটো রাউন্ডও দেখেছে। দেবাশিস মোহান্তি ইডেনে বাংলা এবং হিমাচলের বিরুদ্ধে খেলা দেখেছে। ২৫ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে ওদের।”

টি-টোয়েন্টি বিশ্বকাপে রান পাননি রাহুল। তাঁকে টি-টোয়েন্টি থেকে ছেঁটে ফেলা হতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতের অনেক সিনিয়র ক্রিকেটারকেই টি-টোয়েন্টি থেকে বসিয়ে দিতে পারে বোর্ড। বিসিসিআই মনে করছে না ২০২৪ সালে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ রোহিতরা খেলবেন। তাই আগামী বছর থেকেই সিনিয়রদের বসিয়ে তরুণদের খেলাতে আগ্রহী বোর্ড। সে ক্ষেত্রে হার্দিকের হাতে দায়িত্ব তুলে দেওয়া হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE