শেষ বলে ফয়সলা ম্যাচের। টান টান উত্তেজনার ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে টি-টোয়েন্টি সিরিজ়ে সমতা ফেরাল ইংল্যান্ডের মহিলা দল। ৫ রানে হেরে গেলেন হরমনপ্রীত কৌরেরা। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৭১ রান করে ইংল্যান্ড। জবাবে ভারতের ইনিংস শেষ হয় ৫ উইকেটে ১৬৬ রানে।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের মহিলা দলের অধিনায়ক ট্যামি বিউমন্ট। দুই ওপেনার সোফিয়া ডাঙ্কলে (৭৫) এবং ড্যানি ওয়্যাট-হজ (৬৬) ভাল শুরু করেন। প্রথম উইকেটের জুটিতে তাঁরা তোলেন ১৩৭ রান। ডাঙ্কলের ৫৩ বলের ইনিংসে ৭টি চার এবং ১টি ছক্কা মারেন। অন্য দিকে, হজ ৪২ বলের ইনিংসে ৭টি চার এবং ৩টি ছয় মারেন। ১৬তম ওভারে তাঁদের জুটি ভাঙেন দীপ্তি শর্মা। এর পর ইংল্যান্ডের আর কোনও ব্যাটার পিচে দাঁড়াতে পারেননি। আয়োজকদের বাকি ব্যাটারদের মধ্যে দু’অঙ্কের রান করেন কেবল সাত নম্বরে নামা সোফি একলেস্টোন।
ভারতের সফলতম বোলার দীপ্তিই। তিনি ২৭ রানে ৩ উইকেট নেন। ৩২ রানে ৩ উইকেট অরুন্ধতী রেড্ডির। এ ছাড়া ৪৩ রানে ২ উইকেট নিয়েছেন শ্রী চরণী। ১৫ রানে ১ উইকেট রাধা যাদবের।
জয়ের জন্য ১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি ভারতীয় দল। দুই ওপেনার স্মৃতি মন্ধানা (৫৬) এবং শেফালি বর্মা (৪৭) আগ্রাসী মেজাজে শুরু করেন। মন্ধানার ৪৯ বলের ইনিংসে রয়েছে ১০টি চার। শেফালির ২৫ বলের ইনিংসে ৭টি চারের পাশাপাশি ২টি ছক্কা। প্রথম উইকেটে জুটিতে ওঠে ৮৫ রান। তিন নম্বরে নেমে জেমাইমা রডরিগেজ (২০) এবং চার নম্বরে নেমে হরমনপ্রীতও (২৩) খানিকটা চেষ্টা করেন। ভারতের ইনিংসের শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ছয় রান। ব্যাটার ছিলেন হরমনপ্রীত। ছক্কা মারার চেষ্টা করে লরেন বেলের বলে ক্যাচ আউট হন তিনি। ব্যাট হাতে ব্যর্থ হলেন উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষ (৭)। ৭ রানে অপরাজিত থাকেন আমনজ্যোৎ কৌর।
আরও পড়ুন:
ইংল্যান্ডের বোলারদের মধ্যে সফলতম লরেন ফিলার ৩০ রানে ২ উইকেট নিয়েছেন। ২৪ রানে ১ উইকেট একলেস্টোনের। ৩৬ রানে ১ উইকেট নিয়েছেন ইসি ওং। এ ছাড়া ৩৭ রানে ১ উইকেট বেলের। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় এখন ১-১।