অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দলে নেওয়া হয়নি তাঁকে। বলা হয়েছিল, অক্ষর পটেল দলে থাকায় অতিরিক্ত অফস্পিনার আর প্রয়োজন নেই। তবে বিশ্রাম নিতে রাজি নন রবীন্দ্র জাডেজা। তিনি ঘরোয়া ক্রিকেটে খেলতে চলেছেন। আগামী শনিবার থেকে রঞ্জি ট্রফিতে খেলবেন সৌরাষ্ট্রের হয়ে।
শনিবার মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জির দ্বিতীয় রাউন্ডে খেলতে নামছে সৌরাষ্ট্র। সেই ম্যাচে খেলবেন ৩৬ বছরের জাডেজা। গত বছর থেকেই ভারতীয় বোর্ড বলে আসছে, দেশের হয়ে ব্যস্ত না থাকলে প্রথম সারির ক্রিকেটারেরা নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলুন। রঞ্জি খেলতে চেয়ে গৌতম গম্ভীর, অজিত আগরকরদের উদ্দেশে জাডেজা বার্তা দিতে চেয়েছেন কি না, তা নিয়ে জল্পনা চলছে।
‘টাইম্স অফ ইন্ডিয়া’কে সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার সভাপতি জয়দেব শাহ বলেছেন, “এই রাউন্ডে সৌরাষ্ট্রের হয়ে খেলতে চায় বলে আমাদের জানিয়েছে জাডেজা। বরাবরই সৌরাষ্ট্রের হয়ে রঞ্জিতে খেলতে চায় ও।” কথাটা ভুলও নয়। সময় পেলেই জাডেজা রঞ্জিতে খেলতে নামেন। গত বছর দু’টি রঞ্জি ম্যাচ খেলে ১২টি উইকেট নিয়েছিলেন তিনি। একটি ম্যাচে ৩৮ রানে ৭ উইকেট ছিল। মোট ৫৬৯টি উইকেট রয়েছে তাঁর। ১৪টি শতরান এবং দু’টি ত্রিশতরানের সাহায্যে ৮,১৪৩ রান করেছেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নভেম্বরে টেস্ট সিরিজ় রয়েছে। তার আগে কিছুটা ম্যাচ প্রস্তুতি নিতে চান বলেই জাডেজা রঞ্জিতে খেলতে চাইছেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রের খবর।
ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ় চলাকালীন বিশ্বকাপে খেলা নিয়ে সাংবাদিক বৈঠকে জাডেজা বলেছিলেন, “আমার উপর বিষয়টা নেই। তবে ২০২৭-এর বিশ্বকাপ খেলতে চাই। দল পরিচালন সমিতি, নির্বাচকেরা নিশ্চয়ই কিছু ভেবেছেন। তাই অস্ট্রেলিয়া সফরে জায়গা পাইনি।” প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়েছিলেন, অক্ষর পটেল দলে এমনিতেই আছেন। তাই আর একজন বাঁহাতি স্পিনার হিসাবে জাডেজাকে নিয়ে যাওয়া যুক্তিসঙ্গত মনে হচ্ছে না তাঁদের।
আরও পড়ুন:
বাদ দিলেও জাডেজা জানিয়েছিলেন, তাঁকে সে কথা স্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছিল। অলরাউন্ডারের কথায়, “কিছু কারণ তো ছিলই। ওঁরা আমার সঙ্গে কথা বলেছেন। দল ঘোষণার পর নিজের নাম দেখতে না পেয়ে অবাক হয়ে গিয়েছিলাম এটা মোটেই বলা যাবে না। অধিনায়ক, নির্বাচক এবং কোচ আমার সঙ্গে কথা বলে স্পষ্ট করে দিয়েছিলেন যে তাঁরা কী ভাবছেন এবং কী কী কারণ রয়েছে সেই ভাবনার পিছনে। তাই আমি খুশি। সুযোগ পেলেই ভাল খেলার চেষ্টা করব।”