চাকরিজীবন থেকে অবসর নিলেন সূর্যকুমার যাদবের বাবা। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে কর্মরত ছিলেন সূর্যকুমারের বাবা অশোক কুমার।
বাবার চাকরিজীবনের শেষ দিনের অনুষ্ঠান ছিল। সেখানে গিয়ে সূর্যকুমার বলেন, “সুপারম্যানের মতো বাবা সব সময় আমাকে উদ্বুদ্ধ করেছে। শিখিয়েছে কী ভাবে বাঁচতে হবে, আনন্দে থাকতে হবে। বাবা আমার কাছে সেই সুপারম্যান। সব সময় আমার পাশে থেকেছে।”
আরও পড়ুন:
স্কুল জীবনে বাবা টিফিন বানিয়ে দিতেন। সেই স্মৃতিতে ডুব দিয়েছিলেন সূর্যকুমার। বলেন, “আমি জানতাম না জীবন আমাকে কোথায় নিয়ে যাবে। কিন্তু আমার প্রতিটি পদক্ষেপের সময় পাশে ছিল বাবা। টিফিন করে দেওয়া, স্কুলে নিয়ে যাওয়া, কলেজে নিয়ে যাওয়া সব কিছুর সময়ে বাবা ছিল। খেয়াল রাখত যাতে আমি স্কুল, কলেজ ফাঁকি দিয়ে খেলতে না চলে যাই।”
বাবাকে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ৩৪ বছরের সূর্যকুমার। তিনি বলেন, “নতুন জীবনের শুভেচ্ছা। আশা করব এখন পুরো সময়টা আমাদের দেবে। আমার বাবার সব শক্তির উৎস আমার মা। তারা একসঙ্গে সময় কাটাতে পারবে। এখন একটাই জিনিস বলব, চল বাড়ি যাই।”