ইংল্যান্ডের বিরুদ্ধে নাগপুরে প্রথম এক দিনের ম্যাচে খেলতে পারেননি বিরাট কোহলি। হাঁটুতে চোট লেগেছিল তাঁর। ম্যাচের আগে হাঁটুতে স্ট্র্যাপ বাঁধা অবস্থায় দেখা গিয়েছিল কোহলিকে। রবিবার কটকে দ্বিতীয় এক দিনের ম্যাচ। সেখানে কি তিনি খেলবেন? জবাব দিলেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক।
ম্যাচের আগের দিন সংবাদ সংস্থা পিটিআইকে সীতাংশু জানিয়েছেন, কোহলি এখন পুরো সুস্থ। তিনি বলেন, “রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার জন্য কোহলি তৈরি। ও পুরো সুস্থ।” কোহলি না খেলায় প্রথম ম্যাচে অভিষেক হয়েছিল যশস্বী জয়সওয়ালের। তবে কি তাঁকে দ্বিতীয় ম্যাচে বসতে হবে। না কি তিন নম্বরে খেলা শ্রেয়স আয়ারকে জায়গা ছাড়তে হবে? তার জবাব সীতাংশু দেননি। তিনি বলেন, “এটা অধিনায়ক রোহিত ও কোচ গম্ভীরের উপর নির্ভর করছে। ওরা সিদ্ধান্ত নেবে। আমি বলতে পারব না।”
আরও পড়ুন:
নাগপুরে তিন নম্বরে নেমে ঝোড়ো ইনিংস খেলেছিলেন শ্রেয়স। মাত্র ৩০ বলে অর্ধশতরান করেছিলেন তিনি। কঠিন পরিস্থিতি থেকে দলকে টেনে তুলেছিলেন। ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। ফলে তাঁকে বসানোর সম্ভাবনা নেই বললেই চলে। মিডল অর্ডারে শুভমন গিল বা লোকেশ রাহুলের বসার সম্ভাবনাও নেই। শুভমন রান পেয়েছেন। দলের সহ-অধিনায়ক তিনি। রাহুল রান না পেলেও তিনি উইকেটরক্ষক। ফলে দ্বিতীয় ম্যাচে কোহলি ঢুকলে যশস্বীর বাদ পড়ার সম্ভাবনাই বেশি।
ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ শেষে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই যাবে। কোচ গম্ভীর জানিয়েছেন, তাঁর দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার হলেন রোহিত ও কোহলি। রোহিত প্রথম ম্যাচে রান পাননি। দ্বিতীয় ম্যাচে তিনি রানে ফিরতে চাইবেন। কোহলিও চাইবেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রানে থাকতে। সেই কারণে দুই ব্যাটারের কাছেই সামনেই দু’টি ম্যাচ গুরুত্বপূর্ণ। এখন দেখার কটকে তাঁরা কেমন খেলেন।