ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত ‘এ’ দল। প্রথম প্রস্তুতি ম্যাচে সফল ভারতীয় ব্যাটারেরা। দ্বিশতরান করেছেন করুণ নায়ার। পাশাপাশি অল্পের জন্য শতরান হাতছাড়া হয়েছে ধ্রুব জুরেল ও সরফরাজ় খানের। ব্যাটারেরা ভাল খেললেও হতাশ করলেন বোলারেরা। শার্দূল ঠাকুর, নীতীশ কুমার রেড্ডিরা উইকেট নিতে পারলেন না। তাঁদের বিরুদ্ধে চালিয়ে খেললেন ইংল্যান্ডের ব্যাটারেরা।
প্রথম ইনিংসে ৫৫৭ রানে অলআউট হয় ভারত ‘এ’। ইংল্যান্ড লায়ন্স ব্যাট করতে নামার পর ওপেনিং জুটি বড় রান করতে পারেনি। ১৬ রানের মাথায় বেন ম্যাককিনিকে আউট করেন এই আইপিএলে চেন্নাই সুপার কিংসে খেলা অংশুল কম্বোজ। কিন্তু দ্বিতীয় উইকেট পেতে অনেক অপেক্ষা করতে হল ভারতকে।
নতুন বলে ব্যর্থ মুকেশ কুমার ও হর্ষিত রানা। মুকেশ ভারতের টেস্ট দলে খেলেছেন। গত অস্ট্রেলিয়া সফরে হর্ষিতেরও অভিষেক হয়েছে লাল বলের ক্রিকেটে। কিন্তু ইংল্যান্ড লায়ন্সের ব্যাটারেরা তাঁদের বিরুদ্ধে সহজেই বড় শট খেললেন। টম হেইন্স ও এমিলিয়ো গে ১০৯ রানের জুটি বাঁধলেন। শেষ পর্যন্ত ৪৬ রানের মাথায় এমিলিয়োকে আউট করে সেই জুটি ভাঙলেন স্পিনার হর্ষ দুবে।
তৃতীয় উইকেটে আবার বড় জুটি হল ইংল্যান্ড লায়ন্সের। শার্দূল ঠাকুর, নীতীশ কুমার রেড্ডিরাও ব্যর্থ। মুকেশ, হর্ষিতেরা ভারতের ইংল্যান্ড সফরের দলে না থাকলেও রয়েছেন শার্দূল ও নীতীশ। তাঁদের বোলিং চিন্তা রাখবে ভারতের কোচ গৌতম গম্ভীরকে। মুকেশ ৮ ওভারে ৪২, হর্ষিত ৮ ওভারে ৪৫, শার্দূল ৯ ওভারে ৩৫ ও নিতীশ ৩ ওভারে ২৭ রান দিয়ে একটাও উইকেট পাননি। ভারতীয় বোলারদের বিরুদ্ধে দ্রুত রান করলেন হেইন্স। শতরান করলেন তিনি। অর্ধশতরান করে খেলছেন ম্যাক্স হোল্ডেন। দিনের শেষে ইংল্যান্ড লায়ন্সের রান ২ উইকেটে ২৩৭। ভারত এ-র থেকে ৩২০ রান পিছিয়ে তারা।
আরও পড়ুন:
প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিনই শতরান করেন করুণ। ৯২ রানে আউট হন সরফরাজ়। দ্বিতীয় দিন সকলে অপেক্ষা করছিলেন জুরেলের শতরান আগে হয় না করুণের দ্বিশতরান। সরফরাজ়ের মতো জুরেলও শতরান হাতছাড়া করলেন। ৯৪ রানে আউট হলেন তিনি। তবে করুণ দ্বিশতরান ফস্কাননি।
ইংরেজ বোলারদের দেখলে জ্বলে ওঠার অভ্যাস ন’বছর পরও ধরে রেখেছেন করুণ। ২০১৬ সালে অভিষেক সিরিজ়ে ইংল্যান্ডের বিরুদ্ধেই চেন্নাইয়ে ৩০৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। সেই ইনিংসের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা তিনটি টেস্টে ব্যর্থ হওয়ায় জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন। ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্সের সুবাদে করুণ আবার ফিরেছেন ভারতের টেস্ট দলে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়ের আগে ভারত ‘এ’ দলের হয়ে খেলছেন। জ়ামান আখতারের বলে ক্যাচ আউট হওয়ার আগে তিনি খেললেন ২৮১ বলে ২০৪ রানের ইনিংস। ২৬টি চার এবং ১টি ছক্কা রয়েছে তাঁর ইনিংসে। এই ইনিংসের পর বিরাট কোহলির পরিবর্ত হিসাবে ভারতের প্রথম একাদশে করুণের জায়গা প্রায় নিশ্চিত হয়ে গেল।