Advertisement
০৮ ডিসেম্বর ২০২৩
Mukesh Kumar

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে অভিষেক হওয়া বাংলার মুকেশের ভবিষ্যৎ কী? জানালেন দলের কোচ

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিন ফরম্যাটে অভিষেক হওয়া বাংলার মুকেশ কুমার কি আগামী দিনেও ভারতের হয়ে সুযোগ পাবেন! এই বিষয়ে মুখ খুললেন ভারতের বোলিং কোচ পরশ মাম্ব্রে।

mukesh kumar

মুকেশ কুমার। —ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৩ ২২:০৩
Share: Save:

ওয়েস্ট ইন্ডিজ় সফরে ক্রিকেটের তিনটি ফরম্যাটেই অভিষেক হয়েছে মুকেশ কুমারের। উইকেটও পেয়েছেন বাংলার এই পেসার। কিন্তু ভারতের প্রথম সারির পেসারেরা দলে ফিরলে মুকেশের ভবিষ্যৎ কী? আর কি সুযোগ পাবেন তিনি? সেই বিষয়ে মুখ খুললেন ভারতের বোলিং কোচ পরশ মাম্ব্রে। তাঁর কথায়, ভারতের হয়ে তিন ফরম্যাটেই খেলার ক্ষমতা রয়েছে মুকেশের।

মুকেশের খেলায় খুশি মাম্ব্রে। ভারত-ওয়েস্ট ইন্ডিজ় চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের আগে তিনি বলেন, ‘‘মুকেশের উন্নতি দেখে খুব ভাল লাগছে। ওকে ঠিক যা বলা হয় সেটাই করে ও। সব সময় আরও ভাল খেলার চেষ্টা করে। সেটাই ওর সব থেকে ভাল গুণ।’’

ভারতের হয়ে তিন ফরম্যাটেই মুকেশকে দেখছেন মাম্ব্রে। তার জন্য বাংলার পেসারকে সাবধানে ব্যবহার করতে চান তাঁরা। মাম্ব্রে বলেন, ‘‘মুকেশ ভারতের হয়ে তিন ফরম্যাটেই খেলার ক্ষমতা রাখে। সেই জন্য ওর শরীরের উপর ধকলের দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। ঘরোয়া ক্রিকেটেও অনেক খেলতে হয় মুকেশকে। আমরা চাইব না কোনও ভাবেই ও চোট পাক। তাই সাবধানে ওকে ব্যবহার করব।’’

ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে পেসার হিসাবে সফল হতে গেলে বৈচিত্র দরকার বলে মনে করেন মাম্ব্রে। মুকেশের সেটা আছে বলেই সফল হয়েছেন তিনি। মাম্ব্রে বলেন, ‘‘মুকেশ পরিস্থিতি অনুযায়ী বল করতে পারে। ব্যাটারের শক্তি, দুর্বলতা খেয়াল রাখে। উইকেটে একটা নির্দিষ্ট জায়গায় এক টানা বল রাখতে পারে। নিজের বোলিংয়ের ধার বাড়ানোর জন্য সব সময় খাটে মুকেশ। সেটাই ওকে আরও ভাল বোলার করে তুলবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE