Advertisement
E-Paper

১৩ নজির: বিলেতের মাটিতে গড়লেন ভারত অধিনায়ক শুভমন

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ়ে ৭৫৪ রান করেছেন শুভমন গিল। এই সিরিজ়ে মোট ১৩টা নজির গড়েছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৫ ১৭:০৩
cricket

শুভমন গিল। —ফাইল চিত্র।

অধিনায়ক হিসাবে নিজের প্রথম সিরিজ়ে নজর কেড়েছেন শুভমন গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ়ে ৭৫৪ রান করেছেন তিনি। তাঁর নেতৃত্বে সিরিজ় ২-২ ড্র করেছে ভারত। এই সিরিজ়ে মোট ১৩টা নজির গড়েছেন ভারত অধিনায়ক।

শুভমনের ১৩ নজির:

১) ভারত ও ইংল্যান্ডের মাঝে টেস্টের ইতিহাসে এক সিরিজ়ে সর্বাধিক রান করেছেন শুভমন। এর আগে ১৯৯০ সালে ৭৫২ রান করেছিলেন ইংল্যান্ডের গ্রাহাম গুচ। তাঁকে ছাপিয়ে গিয়েছেন শুভমন।

২) ভারতের অধিনায়ক হিসাবে এক টেস্ট সিরিজ়ে সর্বাধিক রান করেছেন শুভমন। এর আগে ১৯৭৮-৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে অধিনায়ক হিসাবে ৭৩২ রান করেছিলেন সুনীল গাওস্কর। বিশ্বের অধিনায়কদের মধ্যে দ্বিতীয় স্থানে শুভমন। শীর্ষে ডন ব্র্যাডম্যান। অধিনায়ক হিসাবে এক সিরিজ়ে ৮১০ রান করেছিলেন তিনি।

৩) এশিয়ার প্রথম ব্যাটার হিসাবে সেনা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশে এক টেস্ট সিরিজ়ে ৭০০ বা তার বেশি রান করেছেন শুভমন। এর আগে ২০১৪-১৫ সালে অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলির ৬৯২ রান ছিল সর্বাধিক।

৪) ইংল্যান্ডের বিরুদ্ধে এশিয়ার ব্যাটারদের মধ্যে এক টেস্ট সিরিজ়ে সর্বাধিক রান করেছেন শুভমন। এর আগে যশস্বী জয়সওয়ালের ৭১২ রান ছিল সর্বাধিক।

৫) ইংল্যান্ডের মাটিতে এশিয়ান ব্যাটারদের মধ্যে এক টেস্ট সিরিজ়ে সর্বাধিক রান করেছেন শুভমন। এর আগে মহম্মদ ইউসুফের ৬৩১ রান ছিল সর্বাধিক।

৬) ডন ব্র্যাডম্যান ও সুনীল গাওস্করের পর শুভমন তৃতীয় অধিনায়ক যিনি এক টেস্ট সিরিজ়ে চারটে শতরান করেছেন।

৭) সেনা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশে প্রথম এশিয়া অধিনায়ক হিসাবে দ্বিশতরান (এজবাস্টনে প্রথম ইনিংসে ২৬৯ রান) করেছেন শুভমন। এর আগে শ্রীলঙ্কার অধিনায়ক তিলকরত্নে দিলশানের ১৯৩ রান ছিল সর্বাধিক।

৮) এজবাস্টনে প্রথম ইনিংসে ২৬৯ ও দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করেছেন শুভমন। অর্থাৎ, এক টেস্টেই ৪৩০ রান করেছেন তিনি। বিদেশের মাটিতে এক টেস্টে এই রান সর্বাধিক। এর আগে পাকিস্তানের মাটিতে এক টেস্টে অস্ট্রেলিয়ার মার্ক টেলরের ৪২৬ রান ছিল সর্বাধিক।

৯) ভারতের অধিনায়ক হিসাবে টেস্টের এক ইনিংসে শুভমনের ২৬৯ রান সর্বাধিক। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলির ২৫৪ রান ছিল সর্বাধিক।

১০) কোহলির পর বিশ্বের দ্বিতীয় অধিনায়ক হিসাবে নিজের প্রথম দুই টেস্টে তিনটে শতরান করেছেন শুভমন। হেডিংলেতে প্রথম ইনিংসে ১৪৭ এবং এজবাস্টনে দুই ইনিংসে ২৬৯ ও ১৬১ রান করেছেন তিনি। কোহলি অধিনায়ক হিসাবে অ্যাডিলেডে ১১৫ ও ১৪১ এবং সিডনিতে ১৪৭ রানের ইনিংস খেলেছিলেন।

১১) সুনীল গাওস্করের পর দ্বিতীয় অধিনায়ক হিসাবে নিজের প্রথম টেস্টে শতরান ও দ্বিতীয় টেস্টে দ্বিশতরানের ইনিংস খেলেছেন শুভমন। গাওস্কর নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ১১৬ ও পরের টেস্টে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ২০৫ রান করেছিলেন।

১২) অ্যালান বর্ডারের পর দ্বিতীয় ক্রিকেটার হিসাবে এক টেস্টের দুই ইনিংসেই ১৫০-এর বেশি রান করেছেন শুভমন। পাকিস্তানের বিরুদ্ধে এক টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১৫০ ও ১৫৩ রান করেছিলেন বর্ডার।

১৩) ভারতের প্রথম অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের এজবাস্টনে টেস্ট জিতেছেন শুভমন। এর আগে ভারতের কোনও অধিনায়ক এই কীর্তি করতে পারেননি।

India vs England 2025 Shubman Gill
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy