ওভালে ভুল করলেন শুভমন গিল। শুধু টসের সময় নয়, ভুল করলেন টসের পরেও। ভারতের দল ঘোষণা করতে গিয়ে ভুল করলেন ভারত অধিনায়ক। তিনি জানান, দলে তিনটে বদল হয়েছে। কিন্তু আসলে দলে চারটে বদল করেছে ভারত।
ওভালে টস হেরেছে ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে টানা ১৫ ম্যাচে টস হেরেছে তারা। অধিনায়ক হিসাবে শুভমন এই সিরিজ়ের পাঁচটা ম্যাচেই টস হেরেছেন। তার পরে রবি শাস্ত্রী তাঁকে জিজ্ঞাসা করেন যে, এই টেস্টে ক’টা বদল করা হয়েছে? জবাবে শুভমন জানান, তিনটে বদল হয়েছে। জসপ্রীত বুমরাহের বদলে প্রসিদ্ধ কৃষ্ণ, শার্দূল ঠাকুরের জায়গায় করুণ নায়ার ও ঋষভ পন্থের জায়গায় ধ্রুব জুরেল খেলছেন।
এই কথা শোনার পরে অবাক হয়ে যান বিশেষজ্ঞেরা। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন বলে ফেলেন, “ভারতকে তো ২০ উইকেট নিতে হবে। এই বোলিং আক্রমণ দেখে মনে হচ্ছে কাজটা কঠিন।” কেন আকাশদীপকে খেলানো হচ্ছে না, সেই প্রশ্ন তোলেন চেতেশ্বর পুজারা। আগের ম্যাচে প্রভাব ফেলতে না পারা অংশুল কম্বোজকে সরানো হয়নি শুনে অবাক হন সকলে।
তার পরে টিম লিস্ট দেখানোর সময় বোঝা যায় শুভমনের ভুল। তিন নয়, দলে চারটে বদল করেছে ভারত। কম্বোজের বদলে আকাশদীপের নাম রয়েছে। সেটা বলতেই ভুলে গিয়েছেন শুভমন। বাংলার পেসারও যে দলে ফিরেছেন তা জানাননি তিনি।
আরও পড়ুন:
এই ঘটনার পর প্রশ্ন উঠছে, তবে কি চাপে রয়েছেন শুভমন? আগের ম্যাচে টেস্ট বাঁচিয়েছে ভারত। সিরিজ়ে এখনও টিকে তারা। কিন্তু জেতার কোনও সম্ভাবনাই নেই। এই টেস্ট জিতলে সিরিজ় ড্র হবে। নইলে অধিনায়ক হিসাবে নিজের প্রথম টেস্ট সিরিজ়ই হারতে হবে তাঁকে। সেই চাপের মধ্যেই কি ভুল করলেন শুভমন? দলে কতগুলো বদল হয়েছে, সেটাই মনে রাখতে পারলেন না তিনি।
ভারত অধিনায়কদের এই ভুল নতুন নয়। টসের পর ব্যাট নেবেন না বল, সেটা ঠিক করতে গিয়ে অনেক সময় গন্ডগোল করে ফেলতেন রোহিত শর্মা। দলে কে কে খেলছেন, সেটা বলতে গিয়েও অনেক সময় গড়বড় করে ফেলতেন রোহিত। সেই রোগ কি ছড়াল শুভমনের মধ্যেও?