ইংল্যান্ডে দেড় মাস ব্যপী টেস্ট সিরিজ় খেলেছে ভারত। ক্রিকেটারেরা একে একে দেশে ফিরছেন। দীর্ঘ সিরিজ় খেলার পর দরকার বিশ্রাম। ভারতীয়েরা ঠিক সেটাই পেতে চলেছেন। আগামী এক মাস কোনও ক্রিকেট খেলা নেই ভারতের। তবে পরের পাঁচ মাসে রয়েছে ঠাসা ক্রিকেট।
ইংল্যান্ডের পর ভারতীয় দলের খেলার কথা ছিল বাংলাদেশের বিরুদ্ধে। সাদা বলের সিরিজ় হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে সেই সিরিজ় পিছিয়ে দেওয়া হয়েছে। পরের বছর তা হওয়ার কথা। মাঝের এই সময়টা শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের সিরিজ় আয়োজন করার চেষ্টা করা হচ্ছিল। তবে সেটাও এখনও নিশ্চিত নয়।
ভারত এর পর সরাসরি এশিয়া কাপে খেলতে নামবে। সেপ্টেম্বরের ১০, ১৪ এবং ১৯ তারিখ তাদের প্রতিপক্ষ যথাক্রমে আমিরশাহি, পাকিস্তান এবং ওমান। ভারত ‘সুপার ফোর’-এর যোগ্যতা অর্জন করলে আরও তিনটে ম্যাচ খেলতে হবে। তার পর ফাইনালে উঠলে আরও একটা ম্যাচ। অর্থাৎ সাতটা টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ রয়েছে।
অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলবে ভারত। সেটা হবে ভারতেই। ২-৬ অক্টোবর অহমদাবাদ এবং ১০-১৪ অক্টোবর দিল্লিতে দুটো টেস্ট হবে। এর পর ভারত যাবে অস্ট্রেলিয়ায় সাদা বলের সিরিজ় খেলতে। তিনটে এক দিনের ম্যাচ এবং পাঁচটা টি-টোয়েন্টি খেলবে তারা। এক দিনের সিরিজ়ে খেলতে পারেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। তিনটে এক দিনের ম্যাচ হবে ১৯, ২৩ এবং ২৫ অক্টোবর। টি-টোয়েন্টি হবে অক্টোবরের ২৯, ৩১ এবং নভেম্বরের ২, ৬ এবং ৮ তারিখে।
নভেম্বরে দক্ষিণ আফ্রিকা ভারতে আসবে তিন ফরম্যাটের পুরোদস্তুর সিরিজ় খেলতে। দুটো টেস্ট হবে ১৪-১৮ নভেম্বর কলকাতা এবং ২২-২৬ নভেম্বর গুয়াহাটিতে। তিনটে এক দিনের ম্যাচ হবে ৩০ নভেম্বর এবং ৩ ও ৬ ডিসেম্বর, যথাক্রমে রাঁচী, রায়পুর এবং বিশাখাপত্তনমে। পাঁচটা টি-টোয়েন্টি হবে ডিসেম্বরের ৯, ১১, ১৪, ১৭ এবং ১৯ তারিখে।
এই সিরিজ় শেষ হলেই ভারতে আসবে নিউ জ়িল্যান্ড। তিনটে এক দিনের ম্যাচ এবং পাঁচটা টি-টোয়েন্টি খেলবে তারা। তার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে, যার আয়োজক ভারত এবং শ্রীলঙ্কা। এর পর হবে আইপিএল। সেটা শেষ হলেই আফগানিস্তান ভারতে আসবে একটা টেস্ট এবং তিনটে এক দিনের ম্যাচ খেলতে। এর পর ভারত যাবে ইংল্যান্ডে সাদা বলের সিরিজ় খেলতে। তিনটে এক দিনের ম্যাচ এবং পাঁচটা টি-টোয়েন্টি হবে।
আরও পড়ুন:
পরের বছর অগস্টে ভারত শ্রীলঙ্কায় যাবে দুটো টেস্ট খেলতে। সেপ্টেম্বরে আফগানিস্তানের বিরুদ্ধে তিনটে টি-টোয়েন্টি খেলবে ভারত। সেই মাসেই ওয়েস্ট ইন্ডিজ় আসবে ভারতে। তিনটে এক দিনের ম্যাচ এবং পাঁচটা টি-টোয়েন্টি খেলবে তারা। অক্টোবরে নিউ জ়িল্যান্ড যাবে ভারত। দুটো টেস্ট, তিনটে এক দিনের ম্যাচ এবং পাঁচটা টি-টোয়েন্টি খেলবে তারা। ডিসেম্বরে শ্রীলঙ্কা আসবে ভারতে। তিনটে এক দিনের ম্যাচ এবং তিনটে টি-টোয়েন্টি খেলবে। ২০২৭-এর জানুয়ারিতে অস্ট্রেলিয়া ভারতে আসবে পাঁচটা টেস্টের সিরিজ় খেলতে।