Advertisement
E-Paper

গম্ভীর থাকতেই ভারতের পরবর্তী প্রধান কোচ বেছে নিলেন পুজারা! কাকে দেখতে চান ভারতীয় ব্যাটার

আপাতত ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ পর্যন্ত ভারতের প্রধান কোচের পদ সামলাবেন গৌতম গম্ভীর। তার মধ্যেই ভারতের পরবর্তী কোচ বেছে নিয়েছেন চেতেশ্বর পুজারা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ২২:৪১
cricket

চেতেশ্বর পুজারা। —ফাইল চিত্র।

ভারতের প্রধান কোচ হিসাবে গৌতম গম্ভীরের কেরিয়ার ভাল-মন্দের মধ্যে দিয়ে যাচ্ছে। এক দিকে যেমন চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আইসিসি প্রতিযোগিতা তিনি জিতেছেন, তেমনই ঘরের মাঠে নিউ জ়িল্যান্ড ও তার পর অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ় হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগ হারিয়েছেন। আপাতত ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ পর্যন্ত ভারতের প্রধান কোচের পদ সামলাবেন গম্ভীর। তার মধ্যেই ভারতের পরবর্তী কোচ বেছে নিয়েছেন চেতেশ্বর পুজারা।

‘ইএসপিএন ক্রিকইনফো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে পুজারাকে প্রশ্ন করা হয়, ভারতের পরবর্তী কোচ কে হতে পারেন? এক মুহূর্ত না ভেবে পুজারা বলেন, “রবিচন্দ্রন অশ্বিন।”

কেন অশ্বিনকে তিনি কোচ হিসাবে বেছেছেন তার ব্যাখ্যাও দিয়েছেন পুজারা। তিনি বলেন, “অশ্বিন শুধু ভাল ক্রিকেটার নয়, ওর ক্রিকেট জ্ঞান খুব ভাল। পরিস্থিতি খুব তাড়াতাড়ি বুঝতে পারে। ক্রিকেট সম্পর্কে অনেক জানে। পরিকল্পনা করার ক্ষমতা আছে। ভাল কোচের সব গুণ ওর মধ্যে আছে।”

চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ়ের মাঝে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন অশ্বিন। তিন ফরম্যাট মিলিয়ে ভারতের দ্বিতীয় সর্বাধিক উইকেটের মালিক তিনি। তিন ফরম্যাট মিলিয়ে ৭৬৫ উইকেট রয়েছে অশ্বিনের। টেস্টে অনিল কুম্বলের ৬১৯ উইকেটের পরেই তাঁর ৫৩৭ উইকেট। পাশাপাশি টেস্টে ব্যাট হাতে পাঁচটা শতরানও রয়েছে তাঁর।

খেলার পাশাপাশি ইউটিউব চ্যানেল রয়েছে অশ্বিনের। সেখানে বিভিন্ন খেলার বিশ্লেষণ করেন তিনি। তাঁর বিশ্লেষণের ভক্ত অনেকে। তাঁর সাক্ষাৎকারেও বোঝা যায়, খেলা নিয়ে কতটা ভাবেন অশ্বিন। সারা ক্ষণ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন। অশ্বিনের এই গুণই পছন্দ হয়েছে পুজারার। সেই কারণেই ভারতের পরবর্তী কোচ হিসাবে অশ্বিনের নাম বলেছেন তিনি।

Cheteshwar Pujara Ravichandran Ashwin
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy