প্রথম বার বিশ্বকাপ খেলতে নেমেই বিশ্বরেকর্ডের সামনে শুভমন গিল। ডেঙ্গির জন্য বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি ভারতীয় ওপেনার। নইলে হয়তো এত দিনে রেকর্ড হয়ে যেত তাঁর। বাংলাদেশ ম্যাচে সেই সুযোগ রয়েছে শুভমনের।
বাংলাদেশের বিরুদ্ধে ৬৭ রান করলে এক দিনের ক্রিকেটে দ্রুততম ২,০০০ রান করবেন শুভমন। তিনি ছাপিয়ে যাবেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হাসিম আমলাকে। এখনও পর্যন্ত এক দিনের ক্রিকেটে দ্রুততম ২,০০০ রান রয়েছে আমলার। ৪০টি এক দিনের ম্যাচে এই রান করেছেন তিনি।
আরও পড়ুন:
বাংলাদেশ ম্যাচের আগে পর্যন্ত ৩৬টি এক দিনের ম্যাচে ১৯৩৩ রান করেছেন শুভমন। ৬৪.৪৩ গড়ে এই রান করেছেন তিনি। তার মধ্যে ৭টি শতরান ও ৯টি অর্ধশতরান রয়েছে। সর্বোচ্চ ২০৮ রান। অর্থাৎ, আমলার রেকর্ড ভাঙতে এখনও তিনটি ম্যাচ পাবেন শুভমন। তবে বাংলাদেশের বিরুদ্ধেই সেই রেকর্ড করে ফেলতে চাইবেন ভারতীয় ওপেনার।
প্রথম দু’ম্যাচ দলের বাইরে থাকার পরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে ফেরেন শুভমন। রান তাড়া করতে নেমে ১৬ রান করেন তিনি। তবে যত ক্ষণ ক্রিজে ছিলেন তত ক্ষণ সাবলীল দেখাচ্ছিল শুভমনকে। বাংলাদেশের বিরুদ্ধেও সেই ছন্দেই খেলতে চাইবেন তিনি।