বিশ্বকাপ জেতার পরেই জানা গিয়েছিল, বিয়ে করতে চলেছেন স্মৃতি মন্ধানা। আপাতত বাগ্দান সারা। সামনে বিয়ে। সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের সঙ্গে বাগ্দান সারলেন ভারতের বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেটার। বাগ্দানের খবর নিজেই দিয়েছেন মন্ধানা। চার সতীর্থের সঙ্গে নেচে সেই খবর জানিয়েছেন তিনি। মন্ধানাকে বিয়ের আগাম শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, জিমে ঢুকছেন মন্ধানা। প্রথমে জেমাইমা রদ্রিগেজ় তাঁকে এসে জিজ্ঞাসা করছেন, ‘ভাই, হয়েছে তো?’ বলিউডের ‘লগে রহো মুন্না ভাই’ ছবির একটি গানের মধ্যে রয়েছে সেই কথা। গানের কথার সঙ্গে ঠোঁট মিলিয়েছেন তাঁরা। একে একে রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল ও অরুন্ধতী রেড্ডিও এসে একই কথা জিজ্ঞাসা করেন মন্ধানাকে। শেষে মন্ধানা জানান, ‘ধরে নাও হয়ে গিয়েছে।’ পাশাপাশি সতীর্থদের তৈরি হয়ে নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। নাচের শেষে বাগ্দানের আংটিও দেখিয়েছেন মন্ধানা।
মন্ধানা ও পলাশকে বিয়ের আগাম শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। একটি চিঠি পাঠিয়েছেন তিনি। সেখানে লেখা, ২৩ নভেম্বর বিয়ের তারিখ। তাঁদের ভবিষ্যতের শুভেচ্ছা জানিয়েছেন মোদী। তাঁদের আশীর্বাদও করেছেন। তবে বিয়েতে মোদী উপস্থিত থাকবেন কি না সে কথা চিঠিতে লেখা নেই।
আরও পড়ুন:
কয়েক মাস আগে মন্ধানা ও পলাশের সম্পর্কের কথা প্রথম জানা যায়। পরে বিশ্বকাপের অনেক ম্যাচেই পলাশকে মাঠে দেখা গিয়েছে। বিশ্বকাপ জেতার পর মন্ধানার সঙ্গে মাঠে নেমে উল্লাসও করেন তিনি। তার পরেই জানা যায়, দু’জনের বিয়ে। তাঁদের বিয়ের নিমন্ত্রণ পত্রও ভাইরাল হয়ে গিয়েছিল সমাজমাধ্যমে। অবশেষে বিয়ের পিঁড়িতেই বসতে চলেছেন ভারতের মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক। তার আগে বাগ্দান সারা হয়ে গেল।
চলতি মাসের শুরুতেই বিশ্বকাপ জিতেছে ভারত। প্রথম বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারতের মহিলাদের দল। বিশ্বকাপে ন’ম্যাচে ৪৩৪ রান করেছেন মন্ধানা। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে একটি শতরানও করেছেন তিনি। ৫৪.২২ গড়ে বিশ্বকাপের দ্বিতীয় সর্বাধিক রান এসেছে মন্ধানার ব্যাট থেকে। এক বিশ্বকাপে ভারতের মহিলা ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক রান করেছেন মন্ধানা। এ বার ব্যক্তিগত জীবনেও নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি। সেই পথে পা বাড়িয়েছেন মন্ধানা।