চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল ফর্মে রয়েছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতানো ৮৪ রানের ইনিংস খেলেছেন তিনি। একার কাঁধে ভারতকে ফাইনালে তুলেছেন। সেই ইনিংসে তিনটি রেকর্ড গড়েছেন ভারতীয় ক্রিকেটার।
কোহলির রেকর্ডের হ্যাটট্রিক:
আইসিসি প্রতিযোগিতার নকআউটে সর্বাধিক ৫০-এর বেশি রান
এক দিনের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে সব মিলিয়ে ১০ বার ৫০ বা তার বেশি রান করেছেন কোহলি। ২৩টি ইনিংসে এই রেকর্ড গড়েছেন কোহলি। আইসিসি প্রতিযোগিতার নকআউটে এতগুলি অর্ধশতরান আর কোনও ক্রিকেটারের নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউটে পাঁচ বার, চ্যাম্পিয়ন্স ট্রফির নকআউটে তিন বার ও এক দিনের বিশ্বকাপের নকআউটে দু’বার এই কীর্তি করেছেন তিনি।
আইসিসি প্রতিযোগিতার নকআউটে সর্বাধিক রান
আইসিসি প্রতিযোগিতার নকআউটে সর্বাধিক রানও কোহলির দখলে। এক দিনের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে সব মিলিয়ে ১০২৩ রান করেছেন তিনি। কোহলিই একমাত্র ক্রিকেটার যাঁর হাজারের বেশি রান রয়েছে। ২৩টি ইনিংসে এই কীর্তি করেছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। ২২টি ইনিংসে ৮০৮ রান করেছেন তিনি।
আরও পড়ুন:
আইসিসির এক দিনের প্রতিযোগিতায় সর্বাধিক ৫০-এর বেশি রান
আইসিসির এক দিনের প্রতিযোগিতায় ৫৩টি ইনিংসে ২৪ বার ৫০ বা তার বেশি রান করেছেন কোহলি। এক দিনের বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটি সর্বাধিক। ৫৮টি ইনিংসে ২৩ বার ৫০ বা তার বেশি রান করেছিলেন সচিন তেন্ডুলকর। সচিনের নজির ছাপিয়ে গিয়েছেন কোহলি।