এক বার বিরাট কোহলিকে দেখার জন্য বিমানবন্দরে বহু মানুষ দাঁড়িয়ে। নিরাপত্তারক্ষীরা আটকে রেখেছেন। কিছুতেই কোহলিকে ছুঁতে দেবেন না তাঁরা। এমন সময় হঠাৎ কোহলি নিজে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলেন এক মহিলাকে। কথাও বললেন তাঁর সঙ্গে। নিরাপত্তারক্ষীরা তখন বাকিদের আটকে রেখেছেন। কিন্তু তাঁরাও এক বার কোহলির ছোঁয়া পেতে চাইছেন। কিন্তু কে ওই মহিলা যাঁকে কোহলি জড়িয়ে ধরলেন?
ভারত-ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচ ছিল কটকে। সোমবার সেখান থেকে আমদাবাদের উদ্দেশে রওনা দেয় দল। বিমানবন্দরে এক মহিলাকে জড়িয়ে ধরেন কোহলি। ভিড়ের মাঝে তিনি হঠাৎ পরিচিত মুখ দেখতে পান। সঙ্গে সঙ্গে হাসি মুখে এগিয়ে যান সেই মহিলার দিকে। জড়িয়ে ধরেন তাঁকে। কিন্তু সেই মহিলা কে তা জানা যায়নি। তবে তিনি যে কোহলির পরিচিত তাতে কোনও সন্দেহ নেই।
আরও পড়ুন:
বেশ কিছু দিন ধরেই রান পাচ্ছেন না কোহলি। অস্ট্রেলিয়া সিরিজ়ে প্রথম ম্যাচে শতরান করলেও পাঁচটি টেস্টে তাঁর মোট রান ২০০ পার হয়নি। রঞ্জিতেও রান পাননি কোহলি। এক দিনের ক্রিকেটেও প্রথম দু’ম্যাচে রান পাননি তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যা ভারতীয় দলের জন্য বেশ চিন্তার।
ভারতের পরবর্তী ম্যাচ আমদাবাদে। বুধবার সেই ম্যাচে রান ফিরতে চাইবেন কোহলি। রোহিত শর্মা শতরান করেছেন কটকে। যা স্বস্তি দিয়েছে ভারতকে। কিন্তু কোহলি রানে না ফিরলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সমস্যায় পড়বে দল।