জসপ্রীত বুমরাহকে সুস্থ করার দায়িত্ব তিন জনের উপর দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে বুমরাহ কি সুস্থ হতে পারবেন? সেটা এখনই বোর্ড জানাতে রাজি নয়। তিন-চার জন বাদ দিয়ে বুমরাহ সম্পর্কে সঠিক তথ্য নেই কারও কাছে।
বোর্ডের কর্তা পিটিআই-কে বলেন, “জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ রজনীকান্ত শিভাঙ্গনম এবং ফিজিয়ো তুলসী রাম যুবরাজ বুমরাহকে রিহ্যাব করাচ্ছেন। চিকিৎসক নিতিন পটেল ভারতীয় পেসারকে প্রতিটা মুহূর্তে নজরে রেখেছেন। সেই সঙ্গে জাতীয় দলের স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ সোহম দেশাই এবং ফিজিয়ো কমলেশ জৈন খোঁজ নিচ্ছেন বুমরাহের।”
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট খেলতে গিয়ে সিডনিতে চোট পেয়েছিলেন বুমরাহ। তার পর থেকে পাঁচ সপ্তাহ কেটে গিয়েছে। রিহ্যাব শুরু হয়েছে তাঁর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন কি না তা নিয়ে এখনও কিছু জানাতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
আরও পড়ুন:
চোটের পর থেকে ক্রিকেট থেকে দূরে ছিলেন বুমরাহ। এই সময় তাঁর জিম করাও নিষিদ্ধ ছিল। এ বার তাঁর রিহ্যাব শুরু হয়েছে। যদিও এনসিএ থেকে বুমরাহ সংক্রান্ত কোনও খবর যাতে কেউ জানতে না পারেন, সেই ব্যবস্থা নিয়েছে বোর্ড। বুমরাহ কতটা সুস্থ, কতটা উন্নতি করছেন সেটা মাত্র চার-পাঁচ জন জানতে পারবেন। বাকি কারও কাছে সঠিক তথ্য থাকবে না বলে জানা গিয়েছে। যদিও সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বেঙ্গালুরুতে বুমরাহের সঙ্গে থাকা এক ব্যক্তি তাদের জানিয়েছেন যে, ভারতের অন্যতম সেরা পেসারকে দলে ফেরানোর জন্য সব রকম চেষ্টা করা হচ্ছে।
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। হাতে মাত্র আট দিন। এর মধ্যে বুমরাহ সুস্থ হতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। ১২ ফেব্রুয়ারির মধ্যে সব দলকে ১৫ জন ক্রিকেটারের নাম ঘোষণা করতে হবে। প্রাথমিক দল ঘোষণা করেছে সব দেশ। সেই দলে কোনও বদল থাকলে তা জানাতে হবে। ভারতীয় দল যদি বুমরাহকে না পায় তা হলে এক জন পেসারকে নিয়ে যেতে চাইবে। কারণ দলে মহম্মদ শামি এবং অর্শদীপ সিংহ ছাড়া আর কোনও পেসার নেই। যে কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা হর্ষিত রানা সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে।