অবৈধ ভাবে ভিন-রাজ্যের ক্রিকেটার খেলানোর রীতি কলকাতা ময়দানে নতুন নয়। বছরের পর বছর তা চলে আসছে। এই সমস্যা থেকে বেরিয়ে আসার মতো কঠোর নিয়ম এত দিন ছিল না সিএবি-র। আসন্ন বিশেষ সাধারণ সভায় (এসজিএম) ক্রিকেটারদের জন্য নতুন নিয়ম আনতে চলেছে সিএবি।
অবৈধ ভাবে ভিন-রাজ্যের ক্রিকেটার যাতে আর না খেলানো যায়, তার জন্য বিশেষ নিয়ম আনছে সিএবি। প্রত্যেক ক্রিকেটারকে সরকারি নথির পাশাপাশি জমা দিতে হবে শেষ তিন বছরের ব্যাঙ্ক-নথি। যদি কোনও ক্রিকেটার পশ্চিমবঙ্গের বাসিন্দা হন, শেষ তিন বছর এই রাজ্যের ব্যাঙ্কেই তাঁর অ্যাকাউন্ট থাকবে। সিএবির গঠনতন্ত্রে এত দিন ব্যাঙ্কের নথি দেখানোর নিয়ম বাধ্যতামূলক ছিল না। ২ মার্চ এসজিএম-এ এই বিল পাস করানোর ভাবনায় রয়েছে সিএবি। গঠনতন্ত্রে পরিবর্তন আনতে হলে সুপ্রিম কোর্টকে এ বিষয়ে জানাতে হবে। এই বিল পাস হলে সর্বোচ্চ আদালতকে বিষয়টি জানাবে সিএবি।
বাংলায় ক্রিকেটার উঠে না আসার অন্যতম কারণ, ভিন-রাজ্যের ক্রিকেটারদের বাড়বাড়ন্ত। সিএবির নতুন নিয়ম চালু হলে অন্তত রাজ্যের ছেলেদের ক্লাব ক্রিকেটে জায়গা পেতে অসুবিধে হবে না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)