অবৈধ ভাবে ভিন-রাজ্যের ক্রিকেটার খেলানোর রীতি কলকাতা ময়দানে নতুন নয়। বছরের পর বছর তা চলে আসছে। এই সমস্যা থেকে বেরিয়ে আসার মতো কঠোর নিয়ম এত দিন ছিল না সিএবি-র। আসন্ন বিশেষ সাধারণ সভায় (এসজিএম) ক্রিকেটারদের জন্য নতুন নিয়ম আনতে চলেছে সিএবি।
অবৈধ ভাবে ভিন-রাজ্যের ক্রিকেটার যাতে আর না খেলানো যায়, তার জন্য বিশেষ নিয়ম আনছে সিএবি। প্রত্যেক ক্রিকেটারকে সরকারি নথির পাশাপাশি জমা দিতে হবে শেষ তিন বছরের ব্যাঙ্ক-নথি। যদি কোনও ক্রিকেটার পশ্চিমবঙ্গের বাসিন্দা হন, শেষ তিন বছর এই রাজ্যের ব্যাঙ্কেই তাঁর অ্যাকাউন্ট থাকবে। সিএবির গঠনতন্ত্রে এত দিন ব্যাঙ্কের নথি দেখানোর নিয়ম বাধ্যতামূলক ছিল না। ২ মার্চ এসজিএম-এ এই বিল পাস করানোর ভাবনায় রয়েছে সিএবি। গঠনতন্ত্রে পরিবর্তন আনতে হলে সুপ্রিম কোর্টকে এ বিষয়ে জানাতে হবে। এই বিল পাস হলে সর্বোচ্চ আদালতকে বিষয়টি জানাবে সিএবি।
বাংলায় ক্রিকেটার উঠে না আসার অন্যতম কারণ, ভিন-রাজ্যের ক্রিকেটারদের বাড়বাড়ন্ত। সিএবির নতুন নিয়ম চালু হলে অন্তত রাজ্যের ছেলেদের ক্লাব ক্রিকেটে জায়গা পেতে অসুবিধে হবে না।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)