রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবিশ্বাস্য ক্যাচ নিয়ে বিরাট কোহলিকে আউট করেন গ্লেন ফিলিপ্স। সেই ক্যাচের পরেই সমাজমাধ্যমে কোহলি-ভক্তদের আক্রমণের মুখে পড়ে ‘ফিলিপ্স’ নামক একটি সংস্থা।
নিউ জ়িল্যান্ডের ক্রিকেটার ফিলিপ্সের সঙ্গে ওই সংস্থাকে গুলিয়ে ফেলেন অনেকে। তারা ওই সংস্থাকে ক্রিকেটার ভেবে কটূক্তি করেন। রবিবার ১৪ বলে ১১ রান করে আউট হয়ে যান কোহলি। ৩০০তম ম্যাচে রান পাননি তিনি। ভক্তদের ক্ষোভের মুখে পড়েন ফিলিপ্স। কিন্তু সমাজমাধ্যমে ক্রিকেটারকে খুঁজে না পেয়ে ‘ফিলিপ্স’ নামক সংস্থাকে কটূক্তি করেন অনেকে।
গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেছিলেন কোহলি। রবিবার নেমেছিলেন ৩০০তম ম্যাচ খেলতে। শুভমন গিল এবং রোহিত শর্মার ধুঁকতে থাকা ভারতের ইনিংস বাঁচানোর দায়িত্ব ছিল কোহলির কাঁধে। কিন্তু ফিলিপ্সই ফিরিয়ে দিলেন তাঁকে। দুবাই স্টেডিয়ামে সপ্তম ওভারটি করছিলেন ম্যাট হেনরি। চতুর্থ বলটি অফ স্টাম্পের বাইরে ছিল। কোহলি সপাটে ব্যাট চালান। ফিলিপ্স বাদ দিয়ে অন্য কেউ থাকলে হয়তো বল বাউন্ডারিতে চলে যেত। পয়েন্টে ফিল্ডিং করছিলেন তিনি। তাঁর ডান দিকে বল ছিল। বল লক্ষ্য করে হাত বাড়িয়ে লাফ মারেন ফিলিপ্স। বল তালুবন্দি করার সময় তাঁর পা মাটি ছেড়ে উঠছে। প্রায় হাওয়ায় ভাসিয়ে দিলেন শরীর। কোহলির ব্যাটে বল লাগার পর মাত্র ০.৬৮ সেকেন্ডের মধ্যে বল ফিলিপ্সের কাছে আসে। তিনি যে জায়গায় দাঁড়িয়ে ছিলেন, বলটি ধরলেন তার থেকে একটু পিছনে। খুব সহজ ছিল না ক্যাচটা। কিন্তু ফিলিপ্স থাকলে সব ক্যাচই সহজ।
রবিবার যে ভাবে কোহলি ক্যাচ নিলেন ফিলিপ্স, প্রায় একই রকম ক্যাচ নিতে তাঁকে দেখা গিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে। মহম্মদ রিজ়ওয়ান আপারকাট মেরেছিলেন। ব্যাকওয়ার্ড পয়েন্টে ছিলেন ফিলিপ্স। সে দিন বলটি তাঁর বাঁ দিক দিয়ে যাচ্ছিল। ফিলিপ্স ঝাঁপ দিয়েছিলেন সে দিকে। এক হাতে ক্যাচ ধরে নেন অনায়াসে। এ বার ডান দিকে ঝাঁপিয়ে আউট করলেন কোহলিকে।