Advertisement
০১ মে ২০২৪
ICC ODI World Cup 2023

বিশ্বকাপের মাঝে ভারতের জোড়া ধাক্কা পাকিস্তানকে, বাবর, শাহিনকে টপকে শীর্ষে শুভমন, সিরাজ

আইসিসি-র এক দিনের ক্রিকেটে ব্যাটার ও বোলারদের ক্রমতালিকা বদলে গেল। বাবর আজ়মকে টপকে শীর্ষে পৌঁছে গেলেন শুভমন গিল। শাহিন আফ্রিদিকে টপকালেন মহম্মদ সিরাজ।

odi world cup

শুভমন গিল (বাঁ দিকে) ও মহম্মদ সিরাজ। —ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৩ ১৫:১৩
Share: Save:

বিশ্বকাপের মাঝেই বদলে গেল আইসিসি-র এক দিনের ক্রিকেটে ব্যাটার ও বোলারদের ক্রমতালিকা। অনেক দিন ধরেই ব্যাটারদের তালিকায় পাকিস্তানের বাবর আজ়মের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছিলেন ভারতের শুভমন গিল। অবশেষে বাবরকে টপকে ক্রমতালিকায় এক নম্বরে চলে গিয়েছেন তিনি। বোলারদের তালিকাতেও বদল হয়েছে। সেখানে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদিকে টপকে শীর্ষ স্থান দখল করেছেন ভারতের মহম্মদ সিরাজ।

বুধবার প্রকাশিত নতুন তালিকায় শুভমনের পয়েন্ট বেড়ে হয়েছে ৮৩০। বিশ্বকাপে কয়েকটি ম্যাচে ভাল খেলেছেন শুভমন। তাই তাঁর পয়েন্ট বেড়েছে। কিন্তু চলতি বিশ্বকাপে সে ভাবে চলেনি বাবরের ব্যাট। সেই কারণেই বাবরকে টপকে গিয়েছেন শুভমন। ৮২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাবর। তিন নম্বরে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি’কক। চলতি বিশ্বকাপে চারটি শতরান করেছেন তিনি। তার ফলও পেয়েছেন। ডি’ককের পয়েন্ট ৭৭১।

ক্রমতালিকায় চার নম্বরে উঠে এসেছেন বিরাট কোহলি। চলতি বিশ্বকাপে দু’টি শতরান ও চারটি অর্ধশতরান করেছেন তিনি। কোহলির পয়েন্ট ৭৭০। পাঁচ নম্বরে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তাঁর পয়েন্ট ৭৪৩। প্রথম দশে ভারত অধিনায়ক রোহিত শর্মাও রয়েছেন। চলতি বিশ্বকাপে ভাল খেলায় ৭৩৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন তিনি।

গত সপ্তাহেই বোলারদের ক্রমতালিকায় এক নম্বরে গিয়েছিলেন শাহিন। প্রথম বার বিশ্বের সেরা বোলার হওয়ার পরেই নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে লজ্জার নজির গড়েন তিনি। পাকিস্তানের হয়ে বিশ্বকাপে এক ইনিংসে সব থেকে বেশি রান দেন তিনি। ১০ ওভারে ৯০ রান দিয়ে একটিও উইকেট পাননি শাহিন। ফলে তাঁর পয়েন্ট কমেছে। অন্য দিকে মুম্বই ও কলকাতায় ভাল বল করায় পয়েন্ট বেড়েছে সিরাজের। ৭০৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছেন তিনি।

দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। তাঁর পয়েন্ট ৬৯৪। চলতি বিশ্বকাপে এখন সব থেকে বেশি উইকেট অস্ট্রেলিয়ার অ্যাডাম জ়াম্পার দখলে। ৬৬২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন তিনি। তার নম্বরে ভারতের কুলদীপ যাদব। তাঁর পয়েন্ট ৬৬১। এক নম্বর থেকে এক ধাক্কায় পাঁচ নম্বরে নেমে গিয়েছেন শাহিন। পাকিস্তানের পেসারের পয়েন্ট ৬৫৮। বোলারদের তালিকায় প্রথম দশে রয়েছেন ভারতের আরও দুই পেসার। যশপ্রীত বুমরা ও মহম্মদ শামি। ৬৫৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছেন বুমরা। দশ নম্বরে শামি। বাংলার পেসারের পয়েন্ট ৬৩৫।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE