Advertisement
E-Paper

‘না লেনা কোই পাঙ্গা...!’ কথা রাখলেন জেমাইমা, রবি রাতে বিশ্বকাপ জিতে পিচের মাঝে ‘টিম সং’, শামিল অমলেরাও

বিশ্বকাপ জিতে জেমাইমা রদ্রিগেজ় জানিয়েছিলেন, পিচের মাঝে ‘টিম সং’ গাইবেন তাঁরা। কথা রাখলেন জেমাইমারা। কেমন হল ভারতের সেই ‘টিম সং’।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ১২:২৮
cricket

বিশ্বকাপ জিতে ট্রফিতে চুমু জেমাইমা রদ্রিগেজ়ের। ছবি: এক্স।

চার বছর ধরে নিজেদের মধ্যেই রাখতেন সেই গান। হয়তো অনুশীলন শেষে গাইতেন। বা সাজঘরে। অবশেষে প্রকাশ্যে গলার শিরা ফুলিয়ে সেই গান সকলকে শোনালেন ভারতের মহিলা ক্রিকেটারেরা। প্রথম বার বিশ্বজয়ের পর শোনা গেল ভারতের মহিলা দলের ‘টিম সং’।

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জেতার পর জেমাইমা রদ্রিগেজ়কে জিজ্ঞাসা করা হয়েছিল, কী ভাবে এই জয় উদ্‌যাপন করবেন? জবাবে জেমাইমা জানান, তাঁদের একটি ‘টিম সং’ রয়েছে। ট্রফি জেতার পর পিচের মাঝে সেই গান গাইবেন তাঁরা। কথা রেখেছেন জেমাইমারা। তাঁদের গানের ভিডিয়ো সামনে এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে দেখা যাচ্ছে, পিচের মধ্যে একত্রিত হয়েছে গোয়া দল। ক্রিকেটারেরা ছাড়াও কোচ অমল মুজুমদার-সহ সাপোর্ট স্টাফেরাও রয়েছেন সেখানে।

প্রথমে জেমাইমা বলেন, “চার বছর আগে ঠিক করেছিলাম, বিশ্বকাপ জেতার পর আমাদের টিম সং সকলকে শোনাব। আজ সেই রাত। সকলে তৈরি তো।” তা শুনে সকলে সোল্লাসে জানান, তাঁরা তৈরি। তার পরেই শুরু হয় গান। তার তালে তালে পিচে বোতল বাজিয়ে সঙ্গত দেন কেউ কেউ।

জেমাইমাদের গাওয়া সেই গান ঠিক এ রকম— “টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়া। কর দে সবকি হাওয়া টাইট। ইন্ডিয়া ইজ় হিয়ার টু ফাইট। কোই না লেগা হামকো লাইট। ও-ও-ও-ও-ও-ও, আওয়ার ফিউচার ইজ় ব্রাইট।” অর্থাৎ, “টিম ইন্ডিয়া সকলের জীবন কঠিন করে দেয়। এখানে আমরা লড়তে এসেছি। আমাদের কেউ হালকা ভাবে নেবেন না। আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল।” পরের লাইনগুলি হল— “সাথ মে চলেঙ্গে। সাথ মে উঠেঙ্গে। হাম হ্যায় টিম ইন্ডিয়া। হাম সাথ মে জিতেঙ্গে। না লেনা কোই পাঙ্গা। কর দেঙ্গে হাম নাঙ্গা। রহেগা সবসে উপর হামারা তিরঙ্গা। হাম হ্যায় টিম ইন্ডিয়া। হাম হ্যায় টিম ইন্ডিয়া। হাম হ্যায় টিম ইন্ডিয়া।” অর্থাৎ, “আমরা একসঙ্গে চলব। একসঙ্গে উঠব। আমরা টিম ইন্ডিয়া। একসঙ্গে জিতব। কেউ লড়তে আসবেন না। সকলের কাপড় খুলে দেব। সকলের উপরে থাকবে আমাদের জাতীয় পতাকা। আমরা টিম ইন্ডিয়া।” গানশেষে পিচের মধ্যেই বিশ্বকাপের ট্রফি নিয়ে আবার উল্লাসে মাতেন ভারতীয় ক্রিকেটারেরা।

ভারতীয় ক্রিকেটারেরা যে গান গেয়েছেন, তা এই বিশ্বকাপে তাঁদের পথচলাকে আরও সুন্দর ভাবে ব্যাখ্যা করে। সত্যিই তো, খারাপ সময়েও হাল ছাড়েনি দল। একসঙ্গে লড়েছেন। একটি দল হিসাবে খেলেছেন। সামনে সকল বাধা ভেঙে এগিয়েছেন। কঠিন প্রতিপক্ষকে হারিয়েছেন। জাতীয় পতাকার সম্মান বাড়িয়েছেন। খেলা শেষে হরমনপ্রীত কৌর জানিয়েছেন, সবে শুরু । এ বার এই জয়কে অভ্যাসে পরিণত করতে চান। তাঁর কথা অনুযায়ী, ভারতীয় মহিলা ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল। সেই কথাই গানের মাধ্যমে শোনা গিয়েছে জেমাইমাদের কণ্ঠে।

ICC Women\'s ODI World Cup 2025 Team India Women Jemimah Rodrigues
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy