Advertisement
০১ মে ২০২৪
ICC ODI World Cup 2023

শামির হাতে চুমু অশ্বিনের, বাদ পড়া ক্রিকেটার হাজির, সেমিফাইনালে জেতার পর কেমন ছিল ভারতের সাজঘর?

বুধবার রাতে বিশ্বকাপের সেমিফাইনালে নিউ জ়িল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ফাইনালে উঠে গিয়েছে ভারত। স্বাভাবিক ভাবেই আনন্দ, আবেগ কোনও বাধ মানেনি। ভারতের সাজঘরে তাই আনন্দের পরিবেশ ছিল।

cricket

শামির হাতে অশ্বিনের চুমু। ছবি: ইনস্টাগ্রাম

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৩ ১৯:১১
Share: Save:

বুধবার রাতে বিশ্বকাপের সেমিফাইনালে নিউ জ়িল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ফাইনালে উঠে গিয়েছে ভারত। ২০১৯ বিশ্বকাপে একই দলের কাছে হারের মধুর প্রতিশোধ নিয়েছে তারা। স্বাভাবিক ভাবেই আনন্দ, আবেগ কোনও বাধ মানেনি। ম্যাচের পর তাই ভারতের সাজঘরে হোক বা স্টেডিয়ামের বাইরে, বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড চিত্র দেখা গেল।

ভারতীয় দল সাজঘরে ফিরতেই ব্যস্ত হয়ে পড়েছিলেন শতরানকারী বিরাট কোহলি। সতীর্থদের গিয়ে জড়িয়ে ধরছিলেন। অধিনায়ক রোহিত শর্মাকেও অনেক ক্ষণ জড়িয়ে ধরে থাকেন। অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে দেখা যায় মহম্মদ শামির হাতে চুমু খেতে।

ভারতীয় ক্রিকেট বোর্ড ইনস্টাগ্রামে এই ভিডিয়ো পোস্ট করেছে। দেখা গিয়েছে, যুজবেন্দ্র চহাল সাজঘরে গিয়েছেন। তিনি ম্যাচের সময় কর্পোরেট বক্সে বসে সস্ত্রীক খেলা দেখেছেন। ম্যাচ শেষ হতেই চলে গিয়েছেন সতীর্থদের সঙ্গে দেখা করতে। তিনিও প্রত্যেককে অভিনন্দন জানান। বিশ্বকাপের দলে নেওয়া হয়নি চহালকে। কিন্তু অভিমান দূরে সরিয়ে রেখে ভারতের ম্যাচে হাজির ছিলেন তিনি। সাজঘরে গিয়ে সূর্যকুমার যাদব, ঈশান কিশনের সঙ্গে কথা বলেন। কোহলি তাঁকে দেখে জড়িয়ে ধরেন।

রাহুল দ্রাবিড়ও অনেক ক্রিকেটারকে গিয়ে অভিনন্দন জানান। যাঁরা খেলেছেন, যাঁরা খেলেননি সবাইকে অভিনন্দন জানান। ভারতীয় দলের টিম বাস হোটেলে ফেরার সময় রাস্তায় দাঁড়িয়েছিলেন অনেকে। মোবাইলে ভিডিয়ো করতে থাকেন। ভারতের ক্রিকেটারেরা তাঁদের দিকে তাকিয়েও হাত নাড়ান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ICC ODI World Cup 2023 ravi ashwin md shami BCCI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE