আইসিসির টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন জসপ্রীত বুমরাহ। গত বার আইসিসি-র সেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন তিনি। সেই বুমরাহ এ বার নতুন রেকর্ডের সামনে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় খেলতে সে দেশে গিয়েছে ভারতীয় দল। সেখানে পাঁচ টেস্টের সিরিজ় খেলবে দু’দল। ইংল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে বুমরাহের।
ইংল্যান্ডের মাটিতে তাদের বিরুদ্ধে প্রথম ভারতীয় বোলার হিসাবে ৫০ টেস্ট উইকেট নেওয়ার সুযোগ রয়েছে বুমরাহের। আপাতত আটটা টেস্টে ৩৭ উইকেট নিয়েছেন তিনি। পাঁচ টেস্টের সিরিজ়ে আর ১৩টা উইকেট নিলেই ৫০ উইকেটের মাইলফলক হবে তাঁর।
ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের দেশে ভারতীয় বোলারদের মধ্যে উইকেটের তালিকায় এখন শীর্ষে রয়েছেন ইশান্ত শর্মা। ১৪টা টেস্টে ৪৮ উইকেটের মালিক তিনি। তবে এখন ভারতের টেস্ট দলে ব্রাত্য হয়ে গিয়েছেন ইশান্ত। ফলে সেই উইকেটের সংখ্যা বাড়ার সম্ভাবনা খুব কম। তালিকায় ইশান্তের পরে রয়েছেন কপিল দেব। ১৩ ম্যাচে ৪৩ উইকেট নিয়েছেন তিনি। তার পরেই রয়েছেন বুমরাহ। আসন্ন সিরিজ়ে তিন থেকে একে ওঠার সম্ভাবনা রয়েছে তাঁর।
আরও পড়ুন:
ইংল্যান্ডের মাটিতে ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি উইকেট রয়েছে জেমস অ্যান্ডারসনের। ইংল্যান্ডের এই প্রাক্তন পেসার ২২ টেস্টে ১০৫ উইকেট নিয়েছেন। দ্বিতীয় স্থানে স্টুয়ার্ট ব্রড। ৬৪ উইকেট নিয়েছেন তিনি। তিন নম্বরে থাকা ফ্রেড ট্রুম্যান নিয়েছেন ৫৩ উইকেট। ইশান্তের পাশাপাশি ট্রুম্যানের নজির ভাঙার সম্ভাবনা রয়েছে বুমরাহের। তার জন্য ১৭ উইকেট দরকার তাঁর।
তবে ইংল্যান্ডে পাঁচটা টেস্টেই বুমরাহকে পাবে না ভারত। কয়েক মাস আগে চোট সারিয়ে ফিরেছেন তিনি। ফলে পাঁচ ম্যাচের মধ্যে তিনটেতে হয়তো খেলবেন তিনি। কোন তিনটে টেস্টে বুমরাহ খেলবেন তা অবশ্য এখনও জানা যায়নি। কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন, সিরিজ়ের পরিস্থিতি দেখে বুমরাহের সঙ্গে আলোচনা করে সেই সিদ্ধান্ত তাঁরা নেবেন।