অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় শুরুর প্রথম দিনই জানানো হয়েছে, চোটের কারণে তিনি তিনটি ম্যাচ খেলতে পারবেন না। বৃহস্পতিবার ভারত চতুর্থ ম্যাচ খেলতে নামছে। বাকি দু’টি ম্যাচে কি সেই নীতীশ রেড্ডিকে খেলতে দেখা যাবে? উত্তর দিয়েছেন বোলিং কোচ মর্নি মর্কেল। পাশাপাশি কেন অর্শদীপ সিংহকে নিয়মিত খেলানো হচ্ছে না তার জবাবও দিয়েছেন।
দ্বিতীয় এক দিনের ম্যাচে চোট পেয়েছিলেন নীতীশ। সেই চোট সারতে না সারতেই ঘাড় শক্ত হয়ে যায়। তবে গোল্ড কোস্টে চতুর্থ ম্যাচের আগে তাঁকে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবই করতে দেখা গিয়েছে। মর্কেল বলেছেন, “আজ অনুশীলনে ওর থেকে যা প্রত্যাশা করা হয়েছিল তা-ই করেছে। ওর শারীরিক অবস্থা খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।”
প্রথম দু’টি ম্যাচে খেলানো হয়নি অর্শদীপকে। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়েই তিন উইকেট নিয়েছিলেন। ভাল বল করে ম্যাচের সেরাও হয়েছিলেন। কেন তাঁকে নিয়মিত সুযোগ দেওয়া হয় না? মর্কেলের জবাব, “অর্শদীপ অভিজ্ঞ। ও জানে যে, আমরা ভবিষ্যতের কথা ভেবে বিভিন্ন ধরনের কম্বিনেশন পরীক্ষা করে দেখছি। ও জানে যে, ও বিশ্বমানের বোলার এবং পাওয়ার প্লে-তে সবচেয়ে বেশি উইকেট নিয়েছে।”
মর্কেলের সংযোজন, “অর্শদীপের মূল্য দলে কতটা সেটা আমরা জানি। তবে অন্য কম্বিনেশন কাজ করছে কি না সেটাও দেখা দরকার। অর্শদীপ সেটা বুঝেছে।”
আরও পড়ুন:
বার বার দলের বাইরে রাখলে সেটা যে কোনও ক্রিকেটারের পক্ষে মানা কঠিন এটাও মেনে নিয়েছেন মর্কেল। ভারতের বোলিং কোচের কথায়, “ব্যাপারটা সহজ নয়। ক্রিকেটারেরা দল নির্বাচন নিয়ে হতাশ হতেই পারে। কিন্তু কিছু কিছু সময় সেটা নিয়ন্ত্রণের বাইরে থাকে।”
এই সিরিজ়ের পর বিশ্বকাপের আগে আর ১০টি টি-টোয়েন্টি ম্যাচ পড়ে থাকবে ভারতের হাতে। মর্কেলের উপদেশ, চাপের মুখে ক্রিকেটারেরা নিজেদের সেরাটা দিন। তিনি বলেন, “আমরা সব সময় ক্রিকেটারদের কঠোর পরিশ্রম করতে বলি এবং সুযোগ পেলেই কাজে লাগাতে বলি। বিশ্বকাপের আগে বেশি ম্যাচ নেই। তাই চাপের মুখে ক্রিকেটারেরা কেমন আচরণ করছে সেটাও আমাদের দেখা দরকার।”