Advertisement
E-Paper

ব্যাট হাতে ইতিহাস ভারতের তৃষার, প্রথম ক্রিকেটার হিসাবে মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপে শতরান

স্কটল্যান্ডের বিরুদ্ধে গোঙ্গাদি তৃষা ৫৯ বলে ১১০ রানের অপরাজিত ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ৬ রানে ৩ উইকেট নিয়েছেন। সুপার সিক্স পর্বের ম্যাচে তিনি সেরা ক্রিকেটার।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১৮:২২
Picture of Gongadi Trisha

গোঙ্গাদি তৃষা। ছবি: আইসিসি।

মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস ভারতের গোঙ্গাদি তৃষার। প্রতিযোগিতার ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসাবে শতরান করলেন ওপেনিং ব্যাটার। তাঁর ৫৯ বলে ১১০ রানের অপরাজিত ইনিংসের সুবাদে সুপার সিক্স পর্বের ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেল ভারত।

প্রথমে ব্যাট করে ১ উইকেটে ২০৮ রান তোলে ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা দল। জবাবে ১৪ ওভারে ৫৮ রানে শেষ হয়ে যায় স্কটল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের ইনিংস। ১৫০ রানে জয় পায় ভারতীয় দল। বল হাতেও ভাল পারফর্ম করেছেন তৃষা। তিনি ৬ রানে ৩ উইকেট নিয়েছেন। ভাল বল করেছেন আরও দুই ভারতীয় বোলার। ৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন আয়ুষী শুক্ল। ৫ রানে ৩ উইকেট বৈষ্ণবী শর্মার। অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন তৃষা।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন স্কটল্যান্ডের অধিনায়ক নিয়াম মুইর। তৃষা এবং জি কমলিনী আগ্রাসী মেজাজে শুরু করেন। তাঁদের প্রথম উইকেটের জুটিতে ১৩.৩ ওভারে ওঠে ১৪৭ রান। কমলিনীর ব্যাট থেকে এসেছে ৪২ বলে ৫১ রান। ৯টি চার মেরেছেন তিনি। তৃষার ৫৯ বলের ইনিংসে রয়েছে ১৩টি চার এবং ৪টি ছক্কা। শেষ পর্যন্ত তাঁর সঙ্গে ২২ গজে ছিলেন সনিকা চলকে। তিনি ৫টি চারের সাহায্যে ২০ বলে ২৯ রানের অপরাজিত ইনিংস খেলেন।

তৃষার ১১০ রানের অপরাজিত ইনিংস মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রানও। তিনি ভাঙলেন ইংল্যান্ডের গ্রেস স্ক্রিভান্সের রেকর্ড। তিনি ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৯৩ রান করেছিলেন। এর আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও তৃষা নজর কেড়েছিলেন। পাঁচ ম্যাচে ১৫৯ রান করে প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন।

হায়দরাবাদের ১৯ বছরের তৃষা ওপেনিং ব্যাটারের পাশাপাশি ভাল লেগ স্পিনারও। তাঁর বাবা একটি বেসরকারি সংস্থায় ফিটনেস ট্রেনার হিসাবে কাজ করতেন। মেয়ের ক্রিকেটের স্বার্থে চাকরি ছেড়ে তৃষাকে নিয়ে সেকেন্দরাবাদে থাকতে শুরু করেন। তখন তৃষার বয়স ছিল সাত। সেখানকার সেন্ট জন্‌স ক্রিকেট অ্যাকাডেমিতে তৃষাকে ভর্তি করিয়ে দেন। হায়দরাবাদ এবং দক্ষিণাঞ্চলের হয়ে ভাল পারফরম্যান্সের জন্য ভারতীয় দলে সুযোগ পান ১৯ বছরের অলরাউন্ডার। দেশের জার্সি গায়েও হতাশ করেননি।

Women Cricket BCCI record
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy