নাগপুরের ২২ গজে সিরিজ়ের প্রথম এক দিনের ম্যাচে মুখোমুখি ভারত এবং ইংল্যান্ড। ব্যাটিং সহায়ক উইকেটে প্রথম ম্যাচ। তিন ম্যাচের এই সিরিজ়কে মূলত আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসাবে দেখছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। কিছু প্রয়োজনীয় পরীক্ষা সেরে নিতে পারেন তিনি। তবে প্রথম ম্যাচে খুব বেশি পরীক্ষার পথে না-ও হাঁটতে পারেন গম্ভীর।
গত এক দিনের বিশ্বকাপের ব্যাটিং অর্ডার নিয়ে বৃহস্পতিবার মাঠে নামতে পারে ভারতীয় দল। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন সহ-অধিনায়ক শুভমন গিল। এই ম্যাচে যশস্বী জয়সওয়ালকে খেলিয়ে নিয়মিত ওপেনিং জুটি ভাঙবেন না গম্ভীর। তিন নম্বরে নামবেন বিরাট কোহলি। চার নম্বরে খেলার সম্ভাবনা শ্রেয়স আয়ারের। ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে সম্ভবত খেলবেন লোকেশ রাহুল। উইকেটরক্ষকের দায়িত্বও সামলাবেন তিনি। সম্ভবত ঋষভ পন্থকে নাগপুরে খেলানো হবে না। গত বিশ্বকাপেও রাহুল উইকেট রক্ষা করেছিলেন। তা ছাড়া তিনি প্রয়োজনে ধরে খেলতেও পারেন। প্রথম দিকে দ্রুত একাধিক উইকেট পড়ে গেলে ইনিংস গড়ার কাজ করতে পারবেন রাহুল। তাই তিনি কিছুটা হলেও এগিয়ে রয়েছেন পন্থের থেকে। বুধবার সাংবাদিক বৈঠকে রোহিতও তেমন ইঙ্গিত দিয়েছেন।
ব্যাটিং অর্ডারের ছয় থেকে আট নম্বর পর্যন্ত দেখা যেতে পারে অলরাউন্ডারদের। ছ’নম্বরে খেলবেন হার্দিক পাণ্ড্য। তাঁকে ফিনিশারের ভূমিকা সামলাতে হবে। সাত নম্বরে আসবেন রবীন্দ্র জাডেজা। আট নম্বরে লড়াই অক্ষর পটেল এবং ওয়াশিংটন সুন্দরের মধ্যে। অভিজ্ঞতার নিরিখে এগিয়ে রয়েছেন অক্ষর। প্রথম ম্যাচে তাঁর খেলার সম্ভাবনাই বেশি।
ব্যাটিং অর্ডারের শেষ তিনটি জায়গা বিশেষজ্ঞ বোলারদের জন্য। টি-টোয়েন্টি সিরিজ়ের সেরা ক্রিকেটার বরুণ চক্রবর্তীকে এক দিনের দলে ডেকে নেওয়া হলেও নাগপুরে তাঁর খেলার সম্ভাবনা কম। চোট সারিয়ে ফেরা কুলদীপ যাদবকে এই ম্যাচে দেখে নিতে চাইবেন কোচ গম্ভীর। তিনি ব্যাট করবেন ন’নম্বরে। ব্যাটিং অর্ডারের ১০ এবং ১১ নম্বর জায়গায় থাকবেন দুই জোরে বোলার। পর পর আসবেন অর্শদীপ সিংহ এবং মহম্মদ শামি। হর্ষিত রানাকে এই ম্যাচে সম্ভবত সাজঘরেই থাকতে হবে।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, মহম্মদ শামি।