রবিবার এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। প্রতিযোগিতার ইতিহাসে এই প্রথম ফাইনাল খেলবে দু’দল। সুপার ফোর পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত বিশ্রাম দিয়েছিল জসপ্রীত বুমরাহ এবং শিবম দুবেকে। তবে সেই ম্যাচে চোট পেয়েছেন অভিষেক শর্মা এবং হার্দিক পাণ্ড্য। এই পরিস্থিতিতে কেমন হতে পারে ফাইনালে ভারতীয় দলের প্রথম একাদশ?
ভারতের সম্ভাব্য একাদশ:
সাধারণত জয়ী দলে বদল করা হয় না। কিন্তু মাঠ, পরিবেশ, পরিস্থিতি ও প্রতিপক্ষ দেখে তাতে কিছু বদল হতে পারে। তবে এ বারের এশিয়া কাপে ভারত শুরু থেকে যে দল খেলিয়েছে, ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে সেই দলই খেলাবেন গম্ভীরেরা। অন্তত তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারণ এই দলই পাকিস্তানকে আগের দু’টি ম্যাচেও হারিয়েছে।
১) অভিষেক শর্মা— এশিয়া কাপের প্রতিটি ম্যাচেই রান করেছেন। সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ইনিংস দলকে জিতিয়েছে। ফাইনালেও ওপেন করবেন তিনি। পাশাপাশি তাঁর স্পিন বোলিংও সাহায্য করবে দলকে। শ্রীলঙ্কা ম্যাচে তাঁর পেশিতে টান ধরে ছিল। ভারতীয় শিবির সূত্রে খবর, তাঁর খেলা নিয়ে সংশয় নেই।
২) শুভমন গিল— দলের সহ-অধিনায়ক। গ্রুপ পর্বে তেমন রান না পেলেও সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে সাফল্য পেয়েছেন। ফর্মেও আছেন। ফাইনালে তিনি অন্যতম বড় ভরসা।
৩) তিলক বর্মা— অভিষেকের মতো তিলকও ফর্মে রয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিতিয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচেও রান করেছেন। ফাইনালের দলে তিনি থাকবেন।
৪) সূর্যকুমার যাদব— দলের অধিনায়ক। ব্যাট হাতে ভাল ফর্মে না থাকলেও অধিনায়কত্ব ভাল করছেন। তাঁর খেলা নিয়ে প্রশ্ন নেই।
৫) সঞ্জু স্যামসন— উইকেটের পিছনে পরিচিত ছন্দে নেই। খুব বেশি ব্যাট করার সুযোগও পাননি প্রতিযোগিতায়। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে বেশ ভাল খেলেছেন। উইকেটরক্ষক হিসাবে তিনিই থাকবেন ফাইনালে।
৬) হার্দিক পাণ্ড্য— বল ভাল করলেও এখনও বড় রান করতে পারেননি। ব্যাট হাতে বেশি সুযোগ পাননি তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে পেশিতে টান ধরেছিল তাঁর। এক ওভারের বেশি বল করতে পারেননি। খুব সমস্যা না হলে ফাইনালে তিনিও খেলবেন। একান্তই তিনি না পারলে অর্শদীপ সিংহকে দেখা যেতে পারে প্রথম একাদশে।
৭) শিবম দুবে— ভাল বল করছেন শিবম। ব্যাট হাতে তাঁকে উপরের দিকে খেলানোর পরিকল্পনার কথা জানিয়েছেন সূর্যকুমার। শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্রাম পাওয়ায় তরতাজা থাকবেন। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে শিবম দলের বড় ভরসা হতে পারেন।
৮) অক্ষর পটেল— ভারতীয় দলের ভারসাম্যের জন্য অক্ষরের ভূমিকা গুরুত্বপূর্ণ। এশিয়া কাপে এখনও ব্যাট বা বল হাতে দারুণ কিছু করতে পারেননি। তবে একাই ম্যাচ জেতাতে পারেন তিনি। ফাইনালে তাঁর খেলা নিয়ে প্রশ্ন নেই।
৯) কুলদীপ যাদব— চলতি এশিয়া কাপে ভারতের সেরা বোলার। প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারিও। গ্রুপ পর্বে পর পর দু’ম্যাচের সেরা হয়েছেন। ফাইনালে তিনি ভারতের অন্যতম সেরা অস্ত্র হতে পারেন।
১০) জসপ্রীত বুমরাহ— পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে সবচেয়ে খারাপ বল করেছেন। তিনিই ভারতীয় বোলিং আক্রমণের নেতা। বিশ্বের অন্যতম সেরা জোরে বোলার। একাই জেতাতে পারেন দলকে। তাঁর খেলা নিয়ে প্রশ্ন নেই। শ্রীলঙ্কা ম্যাচে বিশ্রাম পাওয়ায় তরতাজা থাকবেন।
১১) বরুণ চক্রবর্তী— ভাল বল করছেন ধারাবাহিক ভাবে। ২২ গজের এক প্রান্ত থেকে চাপে রাখছেন প্রতিপক্ষ ব্যাটারদের। তাতে সুবিধা হচ্ছে কুলদীপেরও। তাঁর খেলা নিয়ে কোনও প্রশ্ন নেই।