মহেন্দ্র সিংহ ধোনিকে হয়তো ছাড়ছে না চেন্নাই সুপার কিংস। আগামী তিনটি আইপিএল মরসুমের জন্য ভারতের প্রাক্তন এই অধিনায়ককে ধরে রাখতে পারে তারা। ফলে ধোনিকে আগামিদিনে চিরপরিচিত হলুদ জার্সিতেই হয়তো দেখা যাবে। দিল্লি ক্যাপিটালসও ঋষভ পন্থকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম বুধবার এমন খবরই প্রকাশ করেছে।
ধোনি ছাড়াও রবীন্দ্র জাডেজা এবং ওপেনার রুতুরাজ গায়কোয়াড়কে ধরে রাখতে পারে চেন্নাই। চতুর্থ ক্রিকেটার হিসেবে মইন আলির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তারা। মইন রাজি না হলে ইংরেজ অলরাউন্ডার স্যাম কারেনকে ধরে রাখতে পারে তারা। তবে এই প্রথম বার সুরেশ রায়নাকে হয়তো ছেড়ে দিতে চলেছে চেন্নাই। আগামী ৩০ নভেম্বরের মধ্যে আইপিএল দলগুলিকে নিজেদের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে। মোট চারজন ক্রিকেটারকে ধরে রাখা যাবে।
কিছুদিন আগেই ধোনি জানিয়েছিলেন, চেন্নাইয়ের মাটিতেই তিনি শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চান। বলেছিলেন, “বরাবর নিজের ক্রিকেটজীবন নিয়ে পরিকল্পনা করেছি। শেষ একদিনের ম্যাচ খেলেছি রাঁচীতে। আশা করি শেষ টি-টোয়েন্টি ম্যাচ চেন্নাইয়ে খেলতে পারব। আগামী বছর না পাঁচ বছর পরে সেটা কেউ জানে না।”