আইপিএল-এর দলে বড় রদবদল হতে চলেছে। কলকাতা নাইট রাইডার্সে জার্সিতে হয়তো এ বার দেখা যাবে না শুভমন গিলকে। তিনি সম্ভবত যোগ দিচ্ছেন নতুন দল আমদাবাদে। অন্য দিকে শ্রেয়স আয়ারকে অধিনায়ক করতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
নিলামের আগে ২২ জানুয়ারির মধ্যে আইপিএল-এর নতুন দুই দল লখনৌ ও আমদাবাদকে জানিয়ে দিতে হবে, তারা কোন তিন ক্রিকেটারকে দলে নিচ্ছে। জানা যাচ্ছে, আমদাবাদ মোটামুটি ঠিক করে ফেলেছে তারা শুভমন ছাড়াও হার্দিক পাণ্ড্য ও রশিদ খানকে নেবে। হার্দিকই সম্ভবত আমদাবাদের অধিনায়ক হবেন। তাঁকে দেওয়া হবে ১৫ কোটি টাকা। একই টাকায় তারা নিচ্ছে রশিদ খানকে। শুভমনকে দেওয়া হবে সাত কোটি টাকা।