ভারত-পাকিস্তান সংঘাতের আবহে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) চেষ্টা করছে এক সপ্তাহ পর আবার প্রতিযোগিতা শুরু করার। বর্তমান পরিস্থিতিতে পুরো বিষয়টিই অনিশ্চিত। আইপিএল শেষ করা যাবে কি না, তা নির্ভর করছে বেশ কিছু যদি-কিন্তুর উপর। বোর্ড কর্তারা সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখছেন। না হলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বিসিসিআইকে।
আইপিএলের বাকি ১৬টি ম্যাচ। ১২টি লিগ পর্বের। প্লে-অফ এবং ফাইনাল নিয়ে আরও চারটি ম্যাচ। আইপিএলের একটি ম্যাচ না হওয়ার অর্থ ১০০ থেকে ১২৫ কোটি টাকা ক্ষতি। বিমার ক্ষতিপূরণ পাওয়ার পরও এই আর্থিক ক্ষতি হয়। ভারতীয় বোর্ড সূত্রে এমনই জানা গিয়েছে। আর্থিক ভাবে শুধু বিসিসিআই ক্ষতিগ্রস্ত হয় না। সম্প্রচারকারী চ্যানেল, স্পনসর এবং দলগুলিরও আর্থিক ক্ষতি হয়। বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থা, বিভিন্ন কেন্দ্রের স্থানীয় পরিবহন সংস্থা, অন্য বরাত পাওয়া সংস্থাগুলি এবং স্থানীয় ব্যবসায়ীদেরও ক্ষতি স্বীকার করতে হয়। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ বেশ বড়। এ বারের আইপিএলের বাকি ম্যাচগুলি আয়োজন করা সম্ভব না হলে সব মিলিয়ে ক্ষতির পরিমাণ পৌঁছতে পারে ২০০০ কোটি টাকায়। এই ক্ষতি আটকাতেই বিবিসিআই কর্তারা চেষ্টা করছেন আইপিএল শেষ করার।
আরও পড়ুন:
গত বৃহস্পতিবার পঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচ ১০.১ ওভার খেলা হওয়ার পর বন্ধ করে দিতে হয়। সতর্কতার জন্য নিভিয়ে দিতে হয় ধর্মশালা স্টেডিয়ামের সব আলো। স্টেডিয়াম খালি করার জন্য সব গেট খুলে দেওয়া হয়। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল নিজে মাঠে নেমে সব কিছু তদারকি করেন। তার পর শুক্রবার এক সপ্তাহ আইপিএল বন্ধ রাখার কথা ঘোষণা করেন বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া।