সাত বছর দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত থাকার পর এ বার হয়তো সম্পর্ক ছিন্ন করতে চলেছেন শ্রেয়স আয়ার। পরের বছর বড় নিলামের আগেই সম্ভবত দল ছাড়তে চলেছেন তিনি। কারণ হিসেবে অদ্ভুত যুক্তি দেখিয়েছেন শ্রেয়স। ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, নেতৃত্বের দায়িত্ব ফিরে পাবেন না বুঝেই দিল্লি ছাড়তে চলেছেন তিনি।
২০১৫-য় দলে অভিষেক হওয়ার পর থেকেই দিল্লি দলের অন্যতম সেরা অস্ত্র হিসেবে নিজেকে তুলে ধরেছেন শ্রেয়স। আদতে মুম্বইয়ের ক্রিকেটার হলেও আইপিএল-এ রাজধানীর এই দলের মুখ হয়ে উঠেছেন তিনি। ২০১৮-য় গৌতম গম্ভীর নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর তাঁকে অধিনায়ক করা হয়। ২০২০-তে দলকে যোগ্য নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছিলেন তিনি।