সাত দিন আগে প্রথম বার আইপিএল জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার মধ্যেই জল্পনা শুরু হয়েছে দলের মালিকানা বদল নিয়ে। জানা গিয়েছে, মালিকানা বদল হতে পারে বিরাট কোহলিদের দলের। ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা আগ্রহ দেখিয়েছে। ১৭ হাজার কোটি টাকায় বিক্রি হতে পারে বেঙ্গালুরু।
আইপিএলের শুরুতে বেঙ্গালুরুর মালিক ছিলেন বিজয় মাল্য। কিন্তু আর্থিক প্রতারণা করে দেশ ছাড়ার পর মালিকানা বদল হয় বেঙ্গালুরুর। দল কিনে নেয় ব্রিটেনের পানীয় প্রস্তুতকারক সংস্থা ‘দিয়াজিও’। ভারতে মাল্যের সংস্থাগুলো কিনে নেয় তারা। এখনও তারাই মালিক। ভারতে ‘দিয়াজিও’-এর শাখা ‘ইউনাইটেড স্পিরিটস লিমেটেড’ এখন বেঙ্গালুরুর দায়িত্বে। জানা গিয়েছে, এ বার বেঙ্গালুরু আইপিএল জেতায় দলের শেয়ার বেড়েছে। সেই কারণে অন্তত ১৭ হাজার কোটি টাকা না পেলে তারা দল বিক্রি করবে না। যদি মালিকানা বদল হয় তা হলে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি টাকায় কোনও দল কেনার রেকর্ড হবে।
তবে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আলোচনা চলছে। কোন কোন সংস্থা বেঙ্গালুরুর মালিকানা কিনতে চাইছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। যদি ‘দিয়াজিও’ গোষ্ঠীর পছন্দ না হয় তা হলে অবশ্য দল ছাড়বে না তারা। সে ক্ষেত্রে শেষ মুহূর্তে মালিকানা নিজেদের হাতেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে পানীয় প্রস্তুতকারক সংস্থা।
আরও পড়ুন:
‘দিয়াজিও’ যে সব পানীয় তৈরি করে তার মধ্যে মদও রয়েছে। আইপিএলের মঞ্চ ব্যবহার করে তাদের ব্র্যান্ডের বিজ্ঞাপনও দিয়েছে তারা। আইপিএলে মদ বা তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন নিষিদ্ধ। কিন্তু ‘দিয়াজিও’ বুদ্ধি করে সোডার বিজ্ঞাপন করিয়েছে। তাতে সংস্থার ব্যবসা আরও বেড়েছে। মঙ্গলবার মুম্বই শেয়ার বাজারে সংস্থার শেয়ারের দাম ৩.৩ শতাংশ বেড়েছে।
ভারতে ক্রিকেটে বিনিয়োগ ক্রমাগত বাড়ছে। কারণ, এই বিনিয়োগ করে তার থেকে বেশি লাভ করছেন ব্যবসায়ীরা। তাই দেশের বড় শিল্পপতিরা ক্রিকেটের দিকে ঝুঁকছেন। মুকেশ অম্বানী, সঞ্জীব গোয়েন্কাদের মতো প্রথম সারির শিল্পপতিদের পাশাপাশি আরও অনেকে এগিয়ে আসছেন। অনেক সময় একা না পারলে একসঙ্গে কয়েক জন শিল্পপতি দল কেনার চেষ্টা করছেন। আইপিএলে মুম্বই, লখনউ, চেন্নাই বাদে প্রায় সব দলেই একাধিক মালিক। বেঙ্গালুরুতেও সেই ছবি দেখা যেতে পারে। তবে সবটাই রয়েছে আলোচনার স্তরে। এখন দেখার এই জল্পনা কতটা সত্যি হয়।