Advertisement
E-Paper

ভেঙে গেল রোহিত শর্মার বিশ্বরেকর্ড! ক্রিকেটবিশ্বে দুধের শিশুদের অধিনায়কই ভাঙলেন শর্মার কীর্তি

টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ছিল রোহিত শর্মার। মোট ১৫৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রোহিত। সেই বিশ্বরেকর্ড ভেঙে গেল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ১২:০৫
Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র

রেকর্ড তৈরি হয় ভাঙবার জন্যই। ভেঙে গেল রোহিত শর্মার একটি বিশ্বরেকর্ডও। কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দেশের কউ নন, রোহিতের রেকর্ড ভাঙলেন আয়ারল্যান্ডের ক্রিকেটার।

আইরিশ অধিনায়ক পল স্টার্লিং টি-টোয়েন্টি আন্তর্জাতিকে রোহিতের সবচেয়ে বেশি ম্যাচ খেলার বিশ্বরকের্ড ভেঙে দিলেন। সংযুক্ত আরব আমিশাহির বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলার সঙ্গে সঙ্গে রোহিতের রেকর্ড ভাঙেন স্টার্লিং। তিনি ১৬০টি ম্যাচ খেললেন। রোহিতের টি-টোয়েন্টি আন্তর্জাতিকের সংখ্যা ১৫৯।

বৃহস্পতিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরশাহির প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ছিল। দুই ম্যাচের এই সিরিজ়ে আয়ারল্যান্ডের অধিনায়কত্ব করছেন স্টার্লিং। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই তাদের শেষ প্রস্তুতি। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় প্রতিযোগিতা শুরু হচ্ছে।

২০০৯ সালে অভিষেক হওয়া স্টার্লিং মোট ১৬০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন। ৪৫তম ম্যাচে তিনি জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন।

এ বারের বিশ্বকাপ স্টার্লিংয়ের নবম। এর আগে তিনি ২০০৯, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০২১, ২০২২ এবং ২০২৪ সালের বিশ্বকাপে খেলেছিলেন। ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি খেলেননি। এ বারের বিশ্বকাপ খেললে তিনি রোহিত এবং বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসানের পর তৃতীয় ক্রিকেটার হিসাবে ন’টি বিশ্বকাপ খেলার নজির গড়বেন।

টি-টোয়েন্টি আন্তর্জাতিকে স্টার্লিং এখন চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৬০ ম্যাচে ২৬.৫৩ গড়ে তিনি ৩৮৭৪ রান করেছেন, যার মধ্যে একটি শতরান রয়েছে। রানের দিক থেকে কেবল বাবর আজ়ম, রোহিত এবং বিরাট কোহলি তাঁর উপরে রয়েছেন।

Rohit Sharma Paul Sterling T20I
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy