ইরফান পাঠান। —ফাইল চিত্র।
আইপিএলের আগামী নিলামে মূল আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠতে পারেন রোহিত শর্মা। সম্ভাবনা প্রবল। মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ সম্ভবত ভারতীয় দলের অধিনায়ককে ছেড়ে দেবেন। তেমন হলে নিলামে রোহিতকে নিয়ে কাড়াকাড়ি হবেই। প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানের মতে, একাধিক ফ্র্যাঞ্চাইজ়ি রোহিতকে পেতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে পারে।
পাঠান বলেছেন, ‘‘এ বারের নিলামে যুদ্ধ হবে। যুদ্ধ। রোহিতকে দলে নেওয়া মানে অতিরিক্ত প্রাপ্তি। সব স্তরে নেতৃত্বের বিশাল অভিজ্ঞতা। সব দলই ওর মতো অধিনায়ককে পেতে চাইবে।’’ পাঠান আরও বলেছেন, ‘‘রোহিত দলে থাকা মানে এক জন সফল ভারতীয় অধিনায়ককে পাওয়া। তা ছাড়া ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মও ভাল ভাবে ব্যবহার করতে পারবে। বিদেশি অধিনায়ক হলে ফ্র্যাঞ্চাইজ়িগুলি তাকে প্রথম একাদশে রাখতে বাধ্য হবে। ভাল ফর্মে না থাকলেও খেলাতে বাধ্য হবে।’’
ব্যাটার রোহিতকে নিয়েও উচ্ছ্বাস গোপন করেননি পাঠান। ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার বলেছেন, ‘‘ব্যাট হাতে রোহিত কী করতে পারে আমরা সকলে জানি। তাই নিলামে সকলের চোখ রোহিতের দিকে থাকবেই। সবাই জানে, রোহিত ফিট থাকলে আগ্রাসী ব্যাটিংই করবে।’’
ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে রোহিতকে পেতে ঝাঁপাতে পারে কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টস। পাঠান অবশ্য নির্দিষ্ট কোনও দলের নাম বলেননি। তাঁর মতে, যে কোনও ফ্র্যাঞ্চাইজ়িই রোহিতকে পেতে চাইবে এবং তাঁকে দলে নিতে হলে কঠিন লড়াই জিততে হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy