চলতি টেস্টে ভারতীয় ফিল্ডারদের প্রায় হাফডজন ক্যাচ ফেলা নিয়ে সমালোচনা হচ্ছে। তবে যশপ্রীত বুমরা কিন্তু ফিল্ডারদের পাশে দাঁড়াচ্ছেন। তিনি বলেছেন, ‘‘কখনও কখনও বল দেখতে পারাটা কঠিন হয়ে যায়। আমি এই নিয়ে চাপে ফেলতে চাই না। দ্রুত ভুলে যেতে চাই।’’ পাশাপাশি লিডসের পিচ নিয়ে তাঁর মত, ‘‘এই মুহূর্তে পিচ ব্যাটিং করার জন্য উপযুক্ত। আবহাওয়ার জন্য নতুন বলে সুইং করবে। যেটা টেস্ট ক্রিকেটে দেখাই যায়। আমরা যত বেশি রান করব, তত ভাল।’’
পাঁচ উইকেট নিয়ে সমালোচকদের পাল্টা তোপও দাগলেন বুমরা। সিরিজ়ের আগে বুমরার ‘ওয়ার্কলোড’ এবং জাতীয় দলের হয়ে টানা খেলে যাওয়ার ক্ষমতা নিয়ে চর্চা হচ্ছিলই। বুমরা নিজেওজানিয়েছিলেন, তিনি চলতি সিরিজ়ে তিনটির বেশি টেস্টে হয়তোখেলবেন না।
রবিবার তৃতীয় দিনের খেলা শেষে বুমরা বলেছেন, ‘‘আমাকে নিয়ে কেউ কী লিখল সেটা আমার নিয়ন্ত্রণের বাইরে। আমি তো সবাইকে শেখাতে যাব না বা বলব না যে, ‘আমাকে নিয়ে এটা লিখবেন না বরং এটা লিখুন।’ সবাই স্বাধীন ভাবে যা খুশি লিখতে পারেন।’’ যোগ করেছেন, ‘‘আমাদের দেশে ক্রিকেট খুব জনপ্রিয়। কখনও কখনও শিরোনামে আসতে আমার নাম ব্যবহার করলে প্রচার বাড়ে। সেটা আমি বুঝি। তবে দিনের শেষে আমার কাছে এটা কোনও ব্যাপার নয়। কারণ আমার মাথায় ওগুলো ঢুকে গেলে, আমি বিশ্বাস করতে শুরু করব।’’
বুমরা বলেছেন, তিনি নিজের বিশ্বাসে অটল থেকে এগিয়ে যেতে চান। তাঁর মতে, সমালোচকরা টানা বলে গিয়েছেন, তাঁর খেলোয়াড়জীবন কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। ‘‘এত বছর ধরে অনেকেই অনেক কথা বলেছেন। কেউ বলেছেন, আমি আট মাস হয়তো টিকব, কেউ বলেছেন ১০ মাস। কিন্তু আমার ১০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়ে গেল। ১২-১৩ বছর হয়ে গেল আইপিএলে খেলছি,’’ বলেন বুমরা। যোগ করেন, ‘‘এখনও কেউ বলেন, ও তো শেষ হয়ে গিয়েছে। যে যা বলছেন বলুন। আমি নিজের কাজ করে যাব। যতদিন ঈশ্বর চাইবেন, খেলে যাব।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)