লিডস টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের ইনিংস শেষ হওয়ার পর ৫ উইকেট নেওয়ার বলটি সংগ্রহ করেন বুমরাহ। বলটি অবশ্য তিনি নিজের কাছে রাখেননি। উপহার দিয়েছেন বিশেষ এক জনকে।
৮৩ রানে ৫ উইকেট নেওয়া বলটি বুমরাহ উপহার দিয়েছেন ছেলে অঙ্গদকে। বুমরাহের স্ত্রী সঞ্জনা গণেশন সমাজমাধ্যমে একটি ছবি দিয়েছেন। তাতে দেখা যাচ্ছে একটি শিশুর হাতে ধরা লাল রঙের ক্রিকেট বল। তাতে প্রথম ইনিংসে বুমরাহের পরিসংখ্যান লেখা। ছবির সঙ্গে সঞ্জনা লিখেছেন, ‘‘বাবার ফাইফার বল হাতে অঙ্গদ জসপ্রীত বুমরাহ।’’ তা থেকেই বোঝা গিয়েছে ৫ উইকেট নেওয়া বলটি ছেলেকে উপহার দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা জোরে বোলার। সঞ্জনার পোস্ট ভাইরাল হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। উল্লেখ্য, এই নিয়ে ১৪ বার টেস্টের এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি।
ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্টে এখনও পর্যন্ত বুমরাহই ভারতের সফলতম বোলার। ম্যাচের দ্বিতীয় দিন এক মাত্র তিনি ইংরেজ ব্যাটারদের কিছুটা সমস্যায় ফেলেছিলেন। সে দিন ইংল্যান্ডের ইনিংসের ৪০তম ওভারের সময় সাজঘরে ফিরে যান বুমরাহ। তার পর কোচ গৌতম গম্ভীরের সঙ্গে উত্তেজিত ভাবে কথা বলতে দেখা যায় তাঁকে। মনে করা হচ্ছে, ২২ গজের লড়াইয়ে সতীর্থদের থেকে প্রত্যাশিত সাহায্য না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন কোচের কাছে। সেই ঘটনা ঘিরে তৈরি হয়েছে জল্পনা। যদিও ভারতীয় শিবির থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি।
গত বর্ডার-গাওস্কর ট্রফির শেষ টেস্টে পিঠের পুরনো জায়গায় নতুন করে চোট পান বুমরাহ। সে জন্য বেশ কিছু দিন মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফি। আইপিএলের শুরুর দিকেও কয়েকটি ম্যাচ খেলতে পারেননি। এখনও পাঁচটি টেস্ট খেলার ধকল নেওয়ার মতো ফিটনেস নেই তাঁর। ইংল্যান্ড সফরে তাঁকে সম্ভবত খেলানো হবে তিনটি টেস্ট।