Advertisement
E-Paper

যশস্বীর পথে এ বার পৃথ্বী, কেরিয়ার বাঁচাতে মুম্বই ছাড়তে চাইছেন ‘অবাধ্য’ ক্রিকেটার

কিছু দিন আগে যশস্বী জয়সওয়াল মুম্বই ছেড়ে গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এ বার সেই পথে পৃথ্বী শ। অন্য রাজ্যের প্রতিনিধিত্ব করতে চান ‘অবাধ্য’ ব্যাটার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১৫:৫৮
picture of Prithvi Shaw

পৃথ্বী শ। —ফাইল চিত্র।

যশস্বী জয়সওয়ালের পথে এ বার পৃথ্বী শ। মুম্বইয়ের হয়ে আর ঘরোয়া ক্রিকেট খেলতে চান না ‘অবাধ্য’ ক্রিকেটার। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) কাছে অনাপত্তিপত্রের (এনওসি) জন্য আবেদন জানিয়েছেন পৃথ্বী।

পৃথ্বীর মুম্বই ছাড়তে চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এমসিএর এক কর্তা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘‘হ্যাঁ, পৃথ্বী অনাপত্তিপত্র চেয়ে আমাদের কাছে আবেদন করেছে। আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব।’’ গত দু’মরসুমে বার বার বিতর্কে জড়িয়েছেন পৃথ্বী। বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। প্রশ্ন উঠেছে ফিটনেস নিয়ে। চেনা ফর্মেও দেখা যায়নি তাঁকে। বাদ পড়েছেন দল থেকে। মুম্বইয়ের ক্রিকেটমহলে সমালোচিত হয়েছেন। শেষ পর্যন্ত মুম্বই ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন পৃথ্বী। সম্ভবত ক্রিকেট কেরিয়ার বাঁচাতেই অন্য রাজ্যের হয়ে খেলার কথা ভেবেছেন তিনি।

গত মরসুমে রঞ্জি দল থেকে বাদ পড়ার পর সুযোগ পান সৈয়দ মুস্তাক আলি ট্রফির দলে। শ্রেয়স আয়ারের নেতৃত্বে সেই প্রতিযোগিতায় মুম্বই চ্যাম্পিয়ন হয়। কয়েকটি ম্যাচে ভাল খেলেন পৃথ্বী। তবে বিশৃঙ্খলার অভিযোগে বিজয় হজারে ট্রফির দলে তাঁর আর জায়গা হয়নি। সে সময় হতাশ পৃথ্বী সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘‘হে ঈশ্বর আমাকে আর কী কী দেখতে হবে? ৬৫টি ইনিংসে ৩৩৯৯ রান করেছি। গড় ৫৫.৭। স্ট্রাইক রেট ১২৬। এর পরও আমি যথেষ্ট ভাল নই। তবে ঈশ্বরের প্রতি আস্থা রয়েছে। আশা করি মানুষ আমাকে বিশ্বাস করেন। আবার ফিরে আসব। ওম সাই রাম।’’

মুম্বই ছাড়তে চাইলেও পৃথ্বী কোন দলের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে চান, তা জানা যায়নি। কিছু দিন আগেই মুম্বই ছেড়ে গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছেন যশস্বী। শোনা গিয়েছিল, মুম্বই ছাড়তে পারেন সূর্যকুমার যাদবও। যদিও সূর্যকুমার নিজেই সেই খবর উড়িয়ে দিয়েছিলেন। আগেই মুম্বই ছেড়ে গোয়ায় চলে গিয়েছেন সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরও। একের পর এক ক্রিকেটারের মুম্বই ছাড়তে চাওয়া নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন।

পৃথ্বীর বিরুদ্ধে বার বার নিয়ম ভঙ্গ এবং বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে মুম্বই দলে। ঠিকমতো অনুশীলন না করা, ফিটনেস ট্রেনিং না করা, অনেক রাত পর্যন্ত হোটেলের বাইরে থাকার মতো অভিযোগ উঠেছে। মুম্বই ক্রিকেট কর্তাদের কাছে তাঁকে নিয়ে একাধিক বার অসন্তোষ প্রকাশ করেছেন রঞ্জি দলের কোচেরাও।

শুধু মুম্বইয়ের হয়েই নয়, আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়েও গত দু’টি মরসুমে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি পৃথ্বী। ইংল্যান্ডের কাউন্টি দল নর্দাম্পটনশায়ারের হয়ে ওয়ান ডে কাপ খেলতে গিয়ে মাত্র দু’টি ম্যাচে রান করেছিলেন। আইপিএলের গত নিলামে দল পাননি পৃথ্বী।

Prithvi Shaw MCA Mumbai Domestic Cricket Yashasvi Jaiswal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy