টি-টোয়েন্টি নেতৃত্ব নিজে ছেড়েছিলেন। একদিনের নেতৃত্ব থেকে সরানো হল। এ বার নিজেই ছেড়ে দিলেন টেস্টের সিংহাসন। বিদায় বেলায় সদ্য প্রাক্তন ভারত অধিনায়ককে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন সকলে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ টুইট করে লেখেন, ‘টেস্ট অধিনায়ক হিসাবে দারুণ সময় কাটাল বিরাট কোহলী। ও গোটা দলকে প্রচণ্ড ফিট করে তুলেছে। দেশে এবং বিদেশে দুর্দান্ত খেলেছে দল। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে টেস্ট জয় অবশ্যই আলাদা আনন্দের।’