সাধারণত একটা সিরিজ়ের সম্প্রচার স্বত্ব একটাই সংস্থাকে দেওয়া হয়। তারাই টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে খেলা দেখায়। কিন্তু ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ে তা হবে না। এই সিরিজ়ের সম্প্রচার স্বত্ব এ বার দুটো আলাদা সংস্থা পেয়েছে। টেলিভিশনে এক সংস্থা খেলা দেখাবে। ডিজিটাল মাধ্যমে খেলা দেখাবে অন্য একটা সংস্থা।
ভারতের দুটো সম্প্রচারকারী সংস্থা জিয়োস্টার ও সোনি একটা চুক্তি করেছে। সেখানে ঠিক হয়েছে, ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ় টেলিভিশনে দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেলে। কিন্তু ডিজিটাল স্বত্ব সোনি পায়নি। সেটা পেয়েছে জিয়োস্টার। ফলে ডিজিটাল মাধ্যমে জিয়োহটস্টার অ্যাপে খেলা সরাসরি দেখা যাবে।
ভারতীয় দর্শকদের যাতে টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে খেলা দেখতে কোনও সমস্যা না হয় তার জন্যই দুই সংস্থা এক জায়গায় এসেছে। জিয়োস্টারের সিইও সংযোগ গুপ্ত বলেন, “এই চুক্তিতে দুই সংস্থারই লাভ হয়েছে। ডিজিটাল মাধ্যমে জিয়োহটস্টার গোটা দেশে ছড়িয়ে পড়েছে। পাশাপাশি সোনিও দীর্ঘ দিন ধরে ভারতে ক্রিকেটের সম্প্রচারের সঙ্গে যুক্ত। সেই কারণে দুই সংস্থা মিলেই এই সিরিজ়ের সম্প্রচার করা হবে।”
আরও পড়ুন:
সোনি পিকচার্স নেটওয়ার্কের এমডি ও সিইও গৌরভ বন্দ্যোপাধ্যায় বলেন, “ক্রিকেটপ্রেমীদের জন্য এই চুক্তি হয়েছে। আমরা আশা করছি, এই চুক্তি ভারতে ক্রিকেটের সম্প্রচারের নতুন দিক খুলে দেবে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে অনেক ধন্যবাদ।”
২০ জুন থেকে হেডিংলেতে শুরু প্রথম টেস্ট। ২ জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট খেলবে ভারত-ইংল্যান্ড। ১০ জুলাই থেকে লর্ডসে তৃতীয়, ২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে চতুর্থ ও ৩১ জুলাই থেকে ওভালে পঞ্চম তথা শেষ টেস্ট খেলতে নামবে দু’দল। রোহিত শর্মা ও বিরাট কোহলি অবসর নেওয়ায় ইংল্যান্ডে তাঁদের পাবে না ভারতীয় দল। রোহিতের বদলে নতুন অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে। তাঁর নেতৃত্বে খেলতে নামবে ভারতীয় দল।