অস্ট্রেলিয়ার ক্রিকেট কোচের পদ ছেড়ে দিয়েছেন মাস তিনেক হল। এ বার সে দেশের বোর্ডের বিরুদ্ধে সরাসরি নোংরা রাজনীতির অভিযোগ তুললেন জাস্টিন ল্যাঙ্গার। জানালেন, রাজনীতির জন্যেই কোচের পদ থেকে সরে দাঁড়াতে হয়েছিল তাঁকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অ্যাশেজ জয়ের পরেও তাঁকে মাত্র ছ’মাসের চুক্তি দিয়ে অপমান করা হয়েছিল বলে জানিয়েছেন ল্যাঙ্গার। তাঁর পাশে এক সময়ের সতীর্থরা যে ভাবে দাঁড়িয়েছিলেন, সেটাও ভাল চোখে দেখেনি বোর্ড।
ল্যাঙ্গারের সঙ্গে অপমানজনক আচরণের বিরোধিতা করে মুখ খুলেছিলেন মার্ক ওয়া, অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, স্টিভ ওয়া, ম্যাথু হেডেন, এমনকি প্রয়াত শেন ওয়ার্নও। বোর্ডের প্রতি ল্যাঙ্গারের যে তীব্র রাগ রয়েছে, সেটা ল্যাঙ্গারের কথাতেই বোঝা গিয়েছে। তিনি ক্ষিপ্ত চেয়ারম্যান রিচার্ড ফ্রিউডেনস্টাইনের প্রতি।