বুধবার ইডেন গার্ডেন্সে এলিমিনেটরে শতরান করে বেঙ্গালুরুকে জিতিয়ে নায়ক হয়ে গিয়েছেন রজত পাটীদার। আইপিএলের প্লে-অফে অন্যতম সেরা ইনিংস দেখলেন ক্রিকেটপ্রেমীরা। ৫৪ বলে ১১২ রানে অপরাজিত ছিলেন পাটীদার। তাঁর ভয়ডরহীন ব্যাটিং মন কেড়ে নিয়েছে অনেকেরই। এ বার তাঁর সম্পর্কে সামনে এল অজানা তথ্য।
এ বারের নিলামে কেউ কেনেনি পাটীদারকে। মরসুমের মাঝপথে তিনি যোগ দিয়েছিলেন বেঙ্গালুরুতে। তাতেও প্রথম দিকের ম্যাচগুলিতে সুযোগ পাননি। পরের দিকে সুযোগ পেয়েই নিজের জাত চেনান। জানা গিয়েছে, আইপিএলের নিলামে অবিক্রিত থাকার পরে পাটীদার ঠিক করেছিলেন, মে মাসে বিয়ে করবেন। কিন্তু মাঝপথে তাঁকে বেঙ্গালুরু ডেকে নেওয়ায় বিয়ে পিছিয়ে দিতে বাধ্য হন।