গ্রুপ পর্বে তারা ভালই খেলেছিল। কিন্তু শেষ দিকে ছন্দ হারিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। এলিমিনেটরে বেঙ্গালুরুর কাছে হেরে বিদায়ই নিল তারা। বেঙ্গালুরুর ২০৮ রান তাড়া করতে পারেনি লখনউ। প্রায় শেষ পর্যন্ত থেকে চেষ্টা করেও দলকে জেতাতে পারেননি কেএল রাহুল।
রবি শাস্ত্রী মনে করছেন, আরও আগে থেকে আক্রমণ করা শুরু করলে ম্যাচটা জিততেও পারত বেঙ্গালুরু। তারা বড্ড দেরিতে আক্রমণ শুরু করেছে। শাস্ত্রী বলেছেন, “একটু আগে থেকে মারতে শুরু করা উচিত ছিল। অনেক সময়ই হিসেবের ভুলে আমরা দেরি করে ফেলেছি। আমার মতে, ৯ থেকে ১৪ ওভারের মধ্যে কোনও একজন বোলারকে চিহ্নিত করে তাঁকে আক্রমণ করা উচিত ছিল।”