E-Paper

প্রথম ম্যাচেই হেরে ঘূর্ণি পিচ চাইলেন রাহানে

কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানেও সাংবাদিক বৈঠকে এসে জানিয়ে গেলেন, স্পিন-সহায়ক পিচই আশা করে কেকেআর। কিন্তু ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায় জানিয়ে দিলেন, পিচের চরিত্র পরিবর্তন হবে না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ০৮:৩৪
কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে।

কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। —ফাইল চিত্র।

কলকাতা নাইট রাইডার্সের শক্তি তাদের স্পিন বিভাগ। সুনীল নারাইন ও সিভি বরুণের মতো জনপ্রিয় স্পিনাররা রয়েছেন যে দলে, তারা তো স্পিন-সহায়ক পিচই আশা করবেন। কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানেও সাংবাদিক বৈঠকে এসে জানিয়ে গেলেন, স্পিন-সহায়ক পিচই আশা করে কেকেআর। কিন্তু ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায় জানিয়ে দিলেন, পিচের চরিত্র পরিবর্তন হবে না।

সাংবাদিক বৈঠকে এসে রাহানে বলেন, "অবশ্যই চাইব ঘরের মাঠের পিচ স্পিন-সহায়ক হোক। তবে কোনও অভিযোগ নেই। গত দু'দিন ধরে আচ্ছাদনের নীচে ছিল পিচ।

আর্দ্রতা ছিল পিচে। যা খুব ভাল কাজে লাগিয়ে গেল হেজ়লউড।" যোগ করেন, "আমাদের দলের শক্তি যখন স্পিনাররা, তখন অবশ্যই চাইব ভবিষ্যতে যেন পিচ থেকে ওরা সাহায্য পায়।"

রাহানের এই বক্তব্যে খুব একটা খুশি নন ইডেনের পিচ প্রস্তুতকারক। সুজন বলছিলেন, "পিচে যদি স্পিন না করে তা হলে রাসেল কী ভাবে আউট হল?" যোগ করেন, "আমার পিচ ২৫০ রানের। সেখানে কোনও দল যদি ১০ ওভারে ভাল খেলার পর থেকে উইকেট হারাতে থাকে, তাদের কী ভাবে সন্তুষ্ট করব? এই পিচে ১৭০-১৭৫ করে জেতা সম্ভব নয়। বড় রান হলে বিপক্ষ এমনিতেই চাপে থাকত। তখন আর পিচকে দোষারোপ করতে হত না। আমি যদি স্পিন-সহায়ক পিচ তৈরি করি, তা হলে ১৪০-১৫০ রান উঠবে। দর্শকেরা টি-টোয়েন্টিতে কখনও কম রানের ম্যাচ দেখতে চাইবেন না।"

রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্পিনাররা এই পিচে সফল হয়েছেন। ক্রুণাল পাণ্ড্য মাত্র ২৯ রান দিয়ে পেয়েছেন তিনটি উইকেট। সুযশ শর্মা আউট করেছেন রাসেলকে। তা হলে স্পিনাররা সাহায্য পাননি এই কথা কী ভাবে বলছেন রাহানে? ক্রুণালের বলের গতি যদিও বাকি স্পিনারদের থেকে বেশি। তাঁর বল পিচে পড়ে দ্রুত আছড়ে পড়ছিল স্টাম্পে। নাইট স্পিনাররা সেই ফায়দাটা তুলতে পারেননি।

নাইট অধিনায়ক যদিও হারের জন্য কোনও সতীর্থকে দোষারোপ করতে চান না। বলছিলেন, "প্রথম ম্যাচে ভুলভ্রান্তি হতেই পারে। কাউকে দোষারোপ করতে চাই না। মরসুমের প্রথম ম্যাচে আমরা ভাল খেলতে পারিনি। বিপক্ষ আমাদের চেয়ে অনেক ভাল ক্রিকেট খেলেছে। পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব।"

ব্যাট হাতে দূরন্ত একটি ইনিংস উপহার দিয়েছেন রাহানে। ইডেনে ধারাভাষ্য দিতে এসে দর্শকদের ভিড়ে কোণঠাসা হয়ে গিয়েছিলেন ম্যাথু হেডেন। রাহানের ইনিংস মুগ্ধ করেছে প্রাক্তন অস্ট্রেলীয় ওপেনারকে। তিনি বলছিলেন, "আমি তো ভেবেছিলাম রাহানে ওপেন করবে। ঘরোয়া ক্রিকেটে ওপেনার হিসেবেই ও সফল হয়েছে। প্রথম ছ'ওভারের মধ্যে ও নামতে না পারলে কেকেআর-এর লাভ হবে না। কারণ, পাওয়ারপ্লে-তে রান করার অনেক জায়গা থাকে। সেটা কাজে লাগাতে পারে রাহানে। আজ ডি'কক আউট হওয়ায় ও নতুন বল খেলতে পেরেছে।"

যদিও ম্যাচ হেরে নিজের ইনিংস নিয়ে বেশি ভাবতে চাইছেন না রাহানে। বলছিলেন, "আমি চেষ্টা করি সেরাটা দেওয়ার। দলের জন্য খেলি। আজ জিতলে নিশ্চয়ই এই ইনিংস নিয়ে খুশি হতাম। কিন্তু হারের পরে নিজের সাফল্য নিয়ে ভাবতে চাই না।"

নাইটদের পরের ম্যাচ গুয়াহাটিতে, প্রতিপক্ষ রাজস্থান রয়‍্যালস। তবে সেখানে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নাও হতে পারে। ঋষভ পন্থদের বিরুদ্ধে ম্যাচ কলকাতাতেই আয়োজন করতে চায় ভারতীয় বোর্ড। এ বার ৬ এপ্রিলই হয় কি না সেটা দেখার।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Ajinkya Rahane IPL Kolkata Knight Riders KKR Eden Gardens

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy