Advertisement
E-Paper

আইপিএল নিলামে উড়বে ২৩৬ কোটি ৯৩ লক্ষ টাকা! সবচেয়ে বেশি টাকা নিয়ে নামবে শাহরুখের কেকেআর

আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে আইপিএলের নিলাম। সবচেয়ে বেশি টাকা থাকছে কেকেআরের হাতে। সবচেয়ে কম টাকা থাকবে কার হাতে? নিলামে ১০টি দল মোট ২৩৬ কোটি ৯৩ লক্ষ টাকা নিয়ে নামবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৮:০০
cricket

কেকেআর মালিক শাহরুখ খান। — ফাইল চিত্র।

আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে আইপিএলের নিলাম। তার আগে, শনিবার সব দলের ক্রিকেটারদের ধরে রাখার তালিকা প্রকাশ করা হল। অনেক দলই অনেক ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। আবার অনেকে আস্থা রেখেছে পুরনো ক্রিকেটারদের প্রতি। প্রতিটি দলের তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি টাকা থাকছে কেকেআরের হাতে। সবচেয়ে কম টাকা থাকবে মুম্বই ইন্ডিয়ান্সের হাতে। নিলামে ১০টি দল মোট ২৩৬ কোটি ৯৩ লক্ষ টাকা নিয়ে নামবে।

কলকাতা (৬৪.৩ কোটি)

শুধু বেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দিয়েই কেকেআরের তহবিলে ঢুকে গিয়েছে ২৩.৭৫ কোটি টাকা। আন্দ্রে রাসেলকে ছেড়ে দেওয়ায় আরও ১২ কোটি টাকা এসেছে। এ ছাড়া অনরিখ নোখিয়া (৬.২৫ কোটি), কুইন্টন ডি’কককে (৩.৬ কোটি) ছেড়েও কেকেআরের হাতে বেশি কিছু টাকা এসেছে। ফলে তারা নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়ে নামতে পারবে। পুরো দল নতুন করে গড়ার সুযোগ রয়েছে তাদের কাছে।

চেন্নাই (৪৩.৪ কোটি)

সবচেয়ে বেশি ক্রিকেটারকে ছেড়েছে তারা। ১১ জন। এর মধ্যে স্যাম কারেন এবং রবীন্দ্র জাডেজাকে বিক্রি করে দেওয়া হয়েছে রাজস্থানে। কেনা হয়েছে সঞ্জু স্যামসনকে। তার পরেও চেন্নাইয়ের হাতে দ্বিতীয় সর্বোচ্চ টাকা থাকছে। গুরজপনীত সিংহের জায়গায় নেওয়া ডেওয়াল্ড ব্রেভিসকে রেখে দেওয়া হয়েছে। দুই তারকা বিদেশির মধ্যে রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়েকে ছেড়ে দেওয়া হয়েছে। সেখান থেকে ১০ কোটি টাকার বেশি এসেছে।

হায়দরাবাদ (২৫.৫ কোটি)

হাইনরিখ ক্লাসেনকে ২৩ কোটি টাকায় ধরে রাখা হয়েছিল মহা নিলামের আগে। তাঁকে এ বারও একই দামে রেখে দেওয়া হয়েছে। তবে হায়দরাবাদ ছেড়েছে অ্যাডাম জ়াম্পা (২.৪ কোটি) এবং রাহুল চহারকে (৩.২ কোটি)। মহম্মদ শামিকে বিক্রি করে দেওয়া হয়েছে লখনউয়ে। অভিনব মনোহর, উইয়ান মুল্ডারকে ছেড়ে দেওয়া হয়েছে।

লখনউ (২২.৯৫ কোটি)

ডেভিড মিলারকে ৭.৫ কোটি টাকায় কেনা হয়েছিল মহা নিলামে। এক বছরেই তাঁকে নিয়ে মোহভঙ্গ হয়েছে সঞ্জীব গোয়েন্‌কার দলের। পাশাপাশি আকাশদীপকে ছাড়ায় আরও ৮.৫ কোটি টাকা হাতে এসেছে। জল্পনা থাকলেও ১১ কোটি টাকার জোরে বোলার মায়াঙ্ক যাদবকে ধরে রাখা হয়েছে।

দিল্লি (২১.১৮ কোটি)

জেক ফ্রেজ়ার ম্যাকগার্কের মতো মারকুটে ব্যাটারকে ছেড়ে দিয়েছে তারা। তহবিলে এসেছে ৯ কোটি। এ ছাড়া ২ কোটির ফাফ ডুপ্লেসিও বাতিলের খাতায়। ২ কোটি ২০ লক্ষের মোহিত শর্মাকেও রাখা হয়নি। সব মিলিয়ে, আটটি জায়গা বাকি রয়েছে দিল্লির।

বেঙ্গালুরু (১৬.৪ কোটি)

লিয়াম লিভিংস্টোনকে ছেড়ে দিয়ে ৮ কোটি ৭৫ লক্ষ টাকা এসেছে বেঙ্গালুরুর ঘরে। লুনগি এনগিডিকে বিক্রি করে ১ কোটি টাকা এসেছে। বেঙ্গালুরুকেও আটটি জায়গা ভরাট করতে হবে।

রাজস্থান (১৬.০৫ কোটি)

জাডেজা এবং কারেনকে চেন্নাই থেকে কিনেছে তারা। বিক্রি করে দিয়েছে সঞ্জুকে। নীতীশ রানাকে বিক্রি করা হয়েছে দিল্লিতে। শ্রীলঙ্কার দুই ক্রিকেটার ওয়ানিন্দু হাসরঙ্গ (৫.২৫ কোটি) এবং মাহিশ থিকশানাকে (৪.৪০ কোটি) প্রায় ১০ কোটি টাকা এসেছে রাজস্থানের ঘরে। ফজলহক ফারুকিকে ছেড়ে ২ কোটি টাকা পেয়েছে তারা।

গুজরাত (১২.৯ কোটি)

খুব বড় ক্রিকেটারকে ছাড়েনি গুজরাত। ফলে তাদের হাতে বেশি টাকাও নেই। শেরফানে রাদারফোর্ডকে মুম্বইয়ে বিক্রি করা হয়েছে। জেরাল্ড কোয়েৎজ়িকে (২.৪০ কোটি), মহীপাল লোমরোর (১.৭০ কোটি) ছেড়ে দেওয়া ক্রিকেটারদের মধ্যে বেশি দাম পেয়েছেন।

পঞ্জাব (১১.৫ কোটি)

প্রতি বার নিলামের আগে দল বদলে ফেলার নীতি নেয় পঞ্জাব। এ বার তারা মাত্র পাঁচ ক্রিকেটারকে ছেড়েছে। তার মধ্যে বড় নাম গ্লেন ম্যাক্সওয়েল (৪.২০ কোটি)। এ ছাড়া জশ ইংলিসকেও (২.৬০ কোটি) ছেড়ে দিয়েছে তারা।

মুম্বই (২.৭৫ কোটি)

নিলামে সবচেয়ে কম টাকা থাকছে নীতা অম্বানীর দলের হাতে। কারণ তারা এমন কোনও ক্রিকেটারকে ছাড়েনি যাঁর দাম কোটি টাকার উপরে। ছেড়ে দেওয়াদের মধ্যে লিজ়াড উইলিয়ামস এবং রিচি টপলি, দু’জনেই দাম ৭৫ লক্ষ টাকা। গত বারের চমকে দেওয়া ক্রিকেটার বিগ্নেশ পুথুরকে ছেড়ে দেওয়া হয়েছে। হয়তো নিলামে বেশি দামে কেনা হবে।

IPL KKR Shah Rukh Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy